হরিয়ানা, 12 এপ্রিল : পঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও নাইট কার্ফু জারি করল সে রাজ্যের সরকার ৷ আজ থেকে শুরু এই নাইট কার্ফু প্রতিদিন রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে ৷ দেশে করোনার সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে ৷ ৷ গত 24 ঘণ্টায় 1 লক্ষ 68 হাজার 912 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ এই সংক্রমণের ঢেউকে রুখতে এবার নাইট কার্ফু ঘোষণা করল হরিয়ানা সরকার ৷
আজ রাত 9টা থেকে হরিয়ানায় নাইট কার্ফু
পঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও নাইট কার্ফু জারি করল সে রাজ্যের সরকার ৷ আজ থেকে শুরু এই নাইট কার্ফু প্রতিদিন রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে ৷
আরও পড়ুন :দিল্লির একাধিক হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ
সংবাদ সংস্থা পিটিআই মারফত এই নাইট কার্ফুর কথা ঘোষণা করেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নাইট কার্ফু লাগু থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভিজ ৷ প্রসঙ্গত, হরিয়ানায় গত 24 ঘণ্টায় নতুন করে 3 হাজার 440 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যুর সংখ্যাও সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ৷