পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TOP NEWS: বিকেল 5টা - টপ নিউজ

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
TOP NEWS

By

Published : Nov 29, 2022, 5:00 PM IST

1. Live-in Relationship: লিভ-ইন সম্পর্ক সংক্রান্ত 560টি হিংসার অভিযোগ দায়ের হয়েছে আগেই, উদ্বিগ্ন দিল্লি পুলিশ

শ্রদ্ধা ওয়াকারের খুনের পর লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship) নিয়ে নানা প্রশ্ন উঠছে ৷ যাঁরা এই ধরনের সম্পর্কে একসঙ্গে থাকেন, তাঁরা সুরক্ষিত তো ! উঠছে প্রশ্ন ৷ সেই নিয়েই দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল কমিশনার রবীন হিবুর সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের গৌতম দেবরায় ৷

2.Student Gang-raped by Classmates: দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো করে ব্ল্যাকমেইল, গ্রেফতার 5 সহপাঠী

চলতি বছরের অগস্ট মাসে তেলাঙ্গানার (Telangana Rape) হায়াথনগরে দশম শ্রেণির এক ছাত্রীকে তার সহপাঠীরা গণধর্ষণ (Student gangraped in Hayathnagar) করেছে বলে অভিযোগ উঠেছে । অভিযুক্তরা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে ।

3.Sundarbans New District: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুন্দরবনকে নতুন জেলা (Sundarbans New District) হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি জানান, সুন্দরবন নিয়ে মাস্টার প্লান করছি ৷ সেটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারকে ৷

4. Viswanathan Anand: 'ধাক্কা খেলেই জাত চেনান মেসিরা', আশাবাদী আনন্দ

বিশ্বকাপ ফুটবলের আবহে টাটা চেস প্রতিযোগিতা উপলক্ষ্যে এই মুহূর্তে কলকাতায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ৷ ইটিভি ভারতের প্রতিনিধি-র সঙ্গে কথা বলতে গিয়ে বেছে নিলেন, বিশ্বকাপে তাঁর প্রিয় দলকে।

5.Drone: পঞ্জাবে পাকিস্তান সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ

পাকিস্তানের (Pakistan) দিক থেকে উড়ে আসা একটি ড্রোন মঙ্গলবার গুলি করে নামালেন বিএসএফ জওয়ানরা (BSF) ৷ পঞ্জাবের অমৃতসরের চাহারপুর গ্রামে পাকিস্তান সীমান্ত বরাবর এই ঘটনাটি ঘটেছে ৷

6. Mamata Banerjee: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সামসেরনগরে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ সেই অনুষ্ঠানে বিতরণের জন্য শীতবস্ত্র না পৌঁছানোয় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷

7. Calcutta HC on Poush Mela Ground: পৌষমেলার মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, লিখিত দিতে নির্দেশ হাইকোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষমেলার মাঠ (Poush Mela Ground) দিতে নারাজ ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বক্তব্য আগামী শুনানিতে লিখিত আকারে দিতে বলা হয়েছে (Calcutta HC Orders to Inform Visva Bharati in Writing) ৷

8.Raiganj Unfinished Flyover: 2013 সাল থেকে থমকে কুলিক নদীর উপর নির্মিয়মাণ সেতুর কাজ

রায়গঞ্জ ব্লকের গৌরী পঞ্চায়েতের অন্তর্গত পাড়ারপুকুর গ্রামের উপর দিয়ে গিয়েছে কুলিক নদী ৷ আর সেই নদীর উপর 2013 সালে শুরু হওয়া সেতুর কাজ আজও অসমাপ্ত ৷

9. Madhur Bhandarkar: সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের ছবি আমার অনুপ্রেরণা: মধুর ভান্ডারকার

আগামী 2 ডিসেম্বর ওটিটিতে আসছে নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'। ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক মধুর ভান্ডারকর(Madhur Bhandarkar New Film India Lockdown) ।

10.Maoist Poster in Jhargram: ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে বনধের ডাক, স্থানীয় দুষ্কৃতীদের কাজ বলে দাবি পুলিশের

ঝাড়গ্রামে মাওবাদীদের পোস্টার ৷ তিন রকমের সেই পোস্টারে আগামিকাল জঙ্গলমহলে বনধের ডাক (Maoist Poster for Jangalmahal Strike in Jhargram) ৷

ABOUT THE AUTHOR

...view details