পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Sep 8, 2021, 3:01 PM IST

1.Abhishek Banerjee : অভিষেককে ফের ইডির নোটিস, আজই হাজিরার নির্দেশ

এর আগে ইডি নোটিস দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ প্রায় 9 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির গোয়েন্দারা । আবার নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

2.Visva Bharati : হাইকোর্টের নির্দেশে খুশি বিশ্বভারতীর আন্দোলনকারীরা

বহিষ্কৃত ছাত্রছাত্রীদের (Suspended Students) ক্লাসে ফেরানোর জন্য অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এই রাায়ে খুশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) আন্দোলনকারীরা ৷

3.Mukul Roy : সাক্ষাৎকারে আছেন, আদালতে নেই ; মুকুলের ‘অসুস্থতা’য় প্রশ্ন হাইকোর্টে

পিএসি চেয়ারম্যান মুকুল রায় গাড়িতে বসে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ৷ অথচ আদালতকে নিজের বক্তব্য জানাচ্ছেন না ৷ তাঁর আইনজীবীর দাবি, তিনি ‘অসুস্থ’ ৷ মুকুলের এমন অসুস্থতা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন পিএসি সংক্রান্ত জনস্বার্থ মামলায় মামলাকারীর আইনজীবী ৷ প্রশ্ন তুলল আদালতও ৷

4.Arjun Singh : অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির সিসিটিভি ফুটেজ

অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির সিসিটিভি ফুটেজ সামনে এল ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (নর্থ) শ্রীহরি পান্ডে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু'জনকে আটক করেছে ৷ আপাতত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে তদন্তের স্বার্থে যা যা করার পুলিশ সমস্তটাই করবে ৷

5.HC on Visva Bharati : বিশ্বভারতীর 3 বহিষ্কৃত ছাত্রছাত্রীকে অবিলম্বে ক্লাসে ফেরানোর অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) 3 বহিষ্কৃত ছাত্রছাত্রীকে (Suspended Students) অবিলম্বে ক্লাসে ফিরিয়ে নেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বাইরের সমস্ত আন্দোলনও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

6.Neeraj Chopra: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ

টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকসে বক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ৷ পুরুষদের জ্যাভলিন থ্রো-তে 87.58 মিটার ছুড়ে সোনা দেশকে গর্বিত করেন নীরজ ৷ তার পুরস্কার পেলেন হাতেনাতে ৷ এক লাফে নীরজের এনডোর্সমেন্ট বাড়ল 1000 শতাংশ ৷

7.Behala Murder : মাকে কুড়ি এবং ছেলেকে পাঁচবার আঘাত, উঠছে ব্যক্তিগত আক্রোশের তত্ত্ব

পুলিশের দাবি, কোনও পরিচিত ব্যক্তিই খুন করেছে মা-ছেলেকে ৷ কারণ পুলিশ ব্যক্তিগত আক্রোশের কারণে ঘটনা ঘটেছে বলে দাবি করছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, মা সুস্মিতার দেহে কুড়িবার এবং ছেলে তমোজিৎ মণ্ডলের দেহে পাঁচবার আঘাত করে আততায়ী ৷

8.Corona Update India : বাড়ল দৈনিক সংক্রমণ, মৃতও সাড়ে তিনশোর বেশি

মঙ্গলবার দেশে কিছুটা বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ সুস্থ হওয়ার রোগীর সংখ্যাও নিচের দিকে ৷ তবে সক্রিয় রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷

9.Arjun Singh : ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, নিন্দা রাজ্যপালের

বুধবার ভোররাতে ভাটপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা ৷ সাংসদ এখন দিল্লিতে রয়েছেন ৷ তাঁর বাড়িতে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার নিন্দা করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

10.Mexico earthquake : শক্তিশালী ভূমিকম্প অ্যাকাপুলকোতে, কাঁপল মেক্সিকো সিটিও

মঙ্গলবার রাতে প্রশান্ত মহাসাগর সংলগ্ন রিসর্ট শহর অ্যাকাপুলকোতে শক্তিশালী ভূমিকম্প হয় ৷ যার প্রভাব দেখা গিয়েছে কয়েকশো কিলোমটার দূরের মেক্সিকো সিটিতেও ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details