পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 3 টে
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : May 25, 2021, 3:04 PM IST

1.গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধমরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

আগামীকাল সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গ উপকূলে চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে পৌঁছাবে ৷ এরপর দুপুর নাগাদ ওড়িশার ধামরা বন্দরে আছড়ে পড়বে যশ ৷ তারপর ঝাড়খণ্ডের দিকে ঝড়ের অভিমুখ থাকবে ৷

2.বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি, ভর্তি হাসপাতালে

19 মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ কিন্তু সোমবার রাত থেকে আকস্মিক তাঁর শরীরের অক্সিজেন লেভেল নামতে শুরু করে । আজ সকালে ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেন ।

3.অশান্ত হচ্ছে সমুদ্র, যশের ঘূর্ণি সামাল দিতে দিঘায় নামছে সেনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিঘায় যশের সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা । সেই অনুযায়ী, সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন ।

4.যে পথে এসে বঙ্গে ধ্বংসলীলা চালিয়েছিল আয়লা, আমফানরা

আমফানের দগ্ধ ঘা শোকাতে না শোকাতেই ফের আঘাত হানতে চলেছে আরও এক ঘূর্ণিঝড় যশ ৷ বঙ্গ নয়, যশের অভিমুখ ওড়িশার বালাসোর ৷ তবে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলাতেও ৷

5.আগামী 12 ঘণ্টায় আরও শক্তি বাড়াবে যশ, রাজ্যে শুরু বিক্ষিপ্ত বৃষ্টিপাত

আগামী 12 ঘণ্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে যশ ৷ আছড়ে পড়ার সম্ভাবনা ওড়িশার বালাসোরের আশপাশে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷

6.ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট

গত 2 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৷ ওইদিন থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ ৷

7.সুশীল কুমারকে সাসপেন্ড করল রেল

কুস্তিগীর সাগর রানা হত্যা মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন সুশীল কুমার ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷

8.যশের আগেই বাঁধে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা

বাসিন্দারা বলছেন, গত বছর আমফানে দাপটে ভেঙেছিল সমুদ্র বাঁধ । তা অস্থায়ীভাবে মেরামত হওয়ায় প্রতিবারের কোটালে অল্প অল্প করে ভাঙতে শুরু করে । ফের যশের কারণে যে কোনও মুহূর্তে ভাঙতে পারে বাঁধ ৷

9.কোন জেলায় যশের দাপট হবে কেমন? কী বলছে আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় আমফানের ক্ষত এখনও টাটকা ৷ এখনও ঠিক করে সামলাতে পারেনি বঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি ৷ তার মধ্যেই ফের সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী ৷ ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় যশ ৷ কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যাবে যশ? কতটা গতিবেগে ঝড় বয়ে যাবে বঙ্গের জেলাগুলির উপর দিয়ে দেখে নেওয়া যাক ৷

10.সকাল থেকে বৃষ্টি-জলোচ্ছ্বাস, ভয়ঙ্কর হচ্ছে দিঘার সমুদ্র

মঙ্গলবার সকাল থেকে যশের প্রভাবে দিঘায় জলোচ্ছ্বাস । জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্ত বৃষ্টি । আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া । উপকূলীয় এলাকাগুলিতে চলছে নজরদারি ।

ABOUT THE AUTHOR

...view details