1.দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ
গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 63 হাজার 533 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 329 জনের ৷
2.ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে মহারাষ্ট্রে প্রাণ গেল 6 জনের
মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবে ৷ নিহত হয়েছেন 6 জন ৷ আরও 9 জন আহত হয়েছেন । সোমবার সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে ৷ গাছপালা ভেঙে পড়েছে ৷ কমপক্ষে 447টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
3.এসএসকেএম হাসপাতালে আনা হল সুব্রত মুখোপাধ্যায়কে
শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
4.এসএসকেএমে ভর্তি মদন-শোভন, জেল হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত
সোমবার রাত একটার পর নিজ়াম প্যালেস থেকে দুই মন্ত্রী ফিরহাদ ও সুব্রত, বিধায়ক মদন এবং প্রাক্তন বিধায়ক শোভনকে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয় ৷ তার আগে এই চার হেভিওয়েটই অসুস্থ বোধ করায় তাঁদের শারীরিক পরীক্ষা করানো হয় । তারপর রাতের দিকে তিনজন অসুস্থ বোধ করেন ৷ এই অবস্থায় মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে মঙ্গলবার ভোর চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় । একইসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলেও তিনি আবার প্রেসিডেন্সি জেলে ফিরে যান ।
5.কর্নাটকে ভোটের ডিউটিতে যাওয়া 52 শিক্ষকের করোনায় মৃ্ত্য়ু
করোনায় আক্রান্ত হয়ে কর্নাটকের বিদরে 52 জন শিক্ষকের মৃত্যু হয়েছে ৷ তাঁরা সবাই 1 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত বিদর পৌরসভা নির্বাচন এবং উপ-নির্বাচনের কাজে যুক্ত ছিলেন ৷