পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

টপ নিউজ @ সকাল 11 টা
টপ নিউজ @ সকাল 11 টা

By

Published : May 6, 2021, 11:18 AM IST

1.ফের রেকর্ড, একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেশে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 4 লাখ 12 হাজার 262 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 10 লাখ 77 হাজার 410 ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 3 হাজার 980 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 23 লাখ 1 হাজার 68 ৷

2.করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যায় ৷ ফলে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে ৷ আজ সকালেই তাঁর মৃত্যু হয় ৷ বাঘপত থেকে প্রায় সাতবারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হন অজিত সিং ৷ সেইসঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান ৷

3.নীতি পুনর্বিবেচনা জরুরি

আগামী 15 দিনের মধ্যে কোভিড ভয়াবহ আকার নিতে চলেছে । একদিকে মৃত্যু মিছিল যেমন বাড়বে, তেমনই 50 লাখের বেশি মানুষ এতে আক্রান্ত হবেন । আমেরিকা এবং ব্রাজিলের পর কোভিডে মৃতদের তালিকায় তৃতীয় দেশটির নাম ভারত । অত্যন্ত মর্মান্তিক হলেও এটাই সত্যি যে কোভিডের দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় বিশ্বব্যাপি যে মৃত্যু মিছিল শুরু হয়েছে, তার এক তৃতীয়াংশই ভারতে ।

4.সোপিয়ানে এনকাউন্টরে খতম 3 জঙ্গি

সোপিয়ানের কনিগাম জেলায় তল্লাশি চালানোর সময় গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম । আর এক জঙ্গি আত্মসমর্পণ করেছে । নতুন নিয়োজিত এই জঙ্গির নাম তৌসিফ আহমেদ ৷

5.বিধান-জ্যোতির পর তিন বারের মুখ্যমন্ত্রী মমতা, হতে পারবেন রূপকার?

এই নিয়ে পরপর তিন বার ৷ বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রাজভবনে, শপথ নেন তিনি ৷ একই সঙ্গে গড়লেন এক অনন্য নজির ৷ মমতা রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হয়ে পরপর তিন দফায় রাজ্যের দায়িত্ব সামলাবেন ৷ তাঁর আগে এই কৃতিত্ব আছে পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর ৷ 2011 সালে পালাবদলে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ৷ এরপর 2016 ও 2021 বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফিরলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তবে মুখ্যমন্ত্রী মমতার সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ রাজ্যকে করোনা মুক্ত করা ৷

6.মমতার শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অপসারিত কোচবিহারের পুলিশ সুপার

ভোট মিটতে রাজ্য পুলিশে রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই রাজ্য পুলিশের ডিজি ও এডিজি(আইনশৃঙ্খলা)-র পদে ফিরিয়ে আনেন বীরেন্দ্র ও জাভেদ শামিমকে । এদিকে, কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে অপসারিত করে তাঁর বদলে সেখানে আনা হল কে কান্নানকে ।

7.ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি-ভাঙচুর

বুধবার ভাটপাড়ার সুকিয়া পাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চলে বোমাবাজি, ভাঙচুরের ঘটনা ৷ শুধু তাই নয়, চলে লুঠপাঠও ৷ আক্রান্ত পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী প্রথমে বাড়ি ভাঙচুর করে । পরে লুঠপাট চালায় ৷

8.কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী

তৃতীয়বারের জন্য় মুখ্য়মন্ত্রী পদে বসে তাঁর প্রথম কাজ হবে রাজ্য়ের কোভিড পরিস্থিতি মোকাবিলা ৷ জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ একই সঙ্গে রাজ্য়ে চলতে থাকা হিংসা কড়া হাতে দমন করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

9.রাজ্যের কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

ভোটের ফলাফল ঘোষণার পরই রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে ৷ বিভিন্ন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের একাধিক কর্মী-সমর্থকরা ৷ বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা এবং মূলত বিরোধীদের উপর আক্রমণ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

10.প্রশাসনিক পদে বিরাট রদবদল , সরিয়ে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিশ সুপারকে

রাজ্য পুলিশের একাধিক রদবদল হয়েছে ৷ শপথ নেওয়ার পর পরই একাধিক জেলার পুলিশ সুপারের বদলি ঘটেছে ৷ কোচবিহারের পুলিশ সুপারের মতো ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দ্রা মুখ্যোপাধ্যায়ের বদলে আনা হল ধৃতিমান সরকারকে ৷

ABOUT THE AUTHOR

...view details