পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

KLO leader Jiban Singh: কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে আসছেন জীবন সিং, দাবি কেএলও-এর নয়া ভিডিয়োয় - KLO

ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে এদেশে আসছেন কেএলও প্রধান জীবন সিং ৷ নতুন একটি ভিডিওতে এমনই দাবি করা হয়েছে সশস্ত্র এই সংগঠনটির তরফে (KLO peace talk with GoI) ৷

ETV Bharat
জীবন সিংয়ের নতুন ছবি

By

Published : Jan 17, 2023, 10:30 PM IST

কেএলও-এর নয়া ভিডিয়ো

নয়াদিল্লি, 17 জানুয়ারি: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও (KLO) প্রধান জীবন সিংয়ের আত্মসমর্পণ নিয়ে নানা খবরের মধ্যেই এবার সামনে এল এক নয়া ভিডিয়ো ৷ যেখানে দাবি করা হয়েছে, ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে এদেশে আসছেন কেএলও চিফ জীবন সিং ৷ ওই ভিডিয়োতে জীবন সিংকেও দেখা গিয়ে গিয়েছে জঙ্গল ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে পথ হাঁটতে ৷ তবে ঠিক কোথায় ও কবে এই ভিডিয়ো তোলা হয়েছে তা স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে ভারত-মায়ানমার সীমান্তের মায়ানমার সংলগ্ন কোনও অংশে এটি তোলা (KLO chief Jiban Singh) ৷

উল্লেখ্য, উত্তরবঙ্গে কয়েকটি জেলা ও অসমের কয়েকটি অংশ নিয়ে পৃথম কামতাপুর রাজ্যের দাবি জানিয়ে এই সশস্ত্র সংগঠনটি গড়ে উঠে 1995 সালে ৷ যার মাথায় রয়েছেন জীবন সিং ৷ মনে করা হচ্ছে গোড়ায় সশস্ত্র আন্দোলনের কথা বললেও এখন চাপে পড়ে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন জীবন সিং ৷ এই ভিডিয়োতে কেএলও প্রধানের সঙ্গে তাঁর কয়েকজন সঙ্গীকেও দেখা গিয়েছে (new video of KLO chief Jiban Singh)৷

আরও পড়ুন: অপেক্ষা করুন দেখতে থাকুন, বিজেপির 24 এর প্রস্তুতি নিয়ে পালটা জবাব মমতার

নতুন এই ভিডিয়োটিতে জীবন সিংয়ের উপস্থিতিতেই অপর এক কেএলও নেতা বলছেন, "আজ আমরা জঙ্গল থেকে বেরোচ্ছি ৷ ভারত সরকার ও কেএলও এর মধ্যে শান্তিচুক্তি সই হবে ৷" জানা গিয়েছে ভিডিয়োটিতে যে ব্যক্তিকে কথা বলতে দেখা যাচ্ছে তিনি হলেন কেএলও নেতা জন কোচ ওরফে প্রকাশ বর্মন ৷ এই ভিডিয়োতে ব্লেজার ও চশমা পরে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি হলেন দিলীপ নারায়ণ দেব ৷ সূত্রের খবর তাঁকেই দু'পক্ষের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তবে কেএলও-এর তরফে যে শান্তি চুক্তি সইয়ের কথা বলা হচ্ছে, কোন রফা সূত্র বলে তা সম্ভব হবে তা এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই খবর ছড়িয়েছিল ভারত-মায়ানমার সীমান্তের কোনও অজ্ঞাত স্থানে আত্মসমর্পণ করেছেন জীবন সিং ৷ বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ করলেও পরে জীবনকে অসম রাইফেলসের হাতে তুলে দেওয়া হয় বলে একটি সূত্রে দাবি করা হয়েছিল ৷ কিন্তু এদিনের এই নতুন ভিডিয়োতে পরিষ্কার যে আত্মসমর্পণ করেননি কেএলও প্রধান ৷

ABOUT THE AUTHOR

...view details