কলকাতা, 30 জুলাই : যেদিন দিল্লি গেলেন সেদিন অর্থাৎ গত সোমবার রব উঠেছিল 'অব কি বার দিদি সরকার' ৷ খুব চেনা স্লোগান ৷ 'অব কি বার মোদি সরকার'-এর আদলে তৈরি সেই স্লোগানে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ আজ ফেরার দিনেও উঠল নতুন স্লোগান ৷ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান 'সাচ্চে দিন' ৷ মোদির 'আচ্ছে দিন'-এর পাল্টা মমতার 'সাচ্চে দিন' ৷ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'সাচ্চে দিন' ৷
কেন সাচ্চে দিন ? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, "নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বর্তমান সরকার ভুল এবং ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলেছে ৷ যেসব প্রতিশ্রুতি কোনওদিনও বাস্তবের মুখ দেখে না ৷ যে কারণে এই সরকারকে বলা হয় জুমলা সরকার ৷ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিথ্যে প্রতিশ্রুতিগুলিকে সত্যিতে পরিণত করতে চাই ৷ আমরা ভুয়ো প্রতিশ্রুতি দিতে চাই না ৷" গতকাল সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে #Sacche Din পোস্ট করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর পোস্টে লেখা ছিল, কেন্দ্র সরকারের জুমলাকে হটিয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 'সাচ্চে দিন' নিয়ে আসতে পারেন ৷