নয়াদিল্লি, 21 জানুয়ারি :এক ধাক্কায় 200 কোটি টাকারও বেশি বেড়ে গেল নয়া সংসদ ভবন নির্মাণের খরচ (New Parliament building cost increases) ৷ বাজেট ছিল 971 কোটি টাকা ৷ তবে তার বদলে সেন্ট্রাল ভিস্তা (Central Vista project) তৈরিতে প্রায় 1200 কোটি টাকা খরচ হতে পারে (New Parliament building cost shoots up by over Rs 200 crore) বলে মনে করা হচ্ছে ৷ সূত্রের দাবি, ইস্পাত, ইলেকট্রনিকস ও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় খরচটাও এতটা বেড়ে গিয়েছে ৷
চলতি মাসের শুরুর দিকে নয়া সংসদ ভবন নির্মাণকারী সংস্থা সিপিডব্লিউডি এই বাড়তি খরচে অনুমোদন পেতে লোকসভার সেক্রেটারিয়েটের কাছে চিঠি লিখেছে ৷ তারা জানিয়েছে, খরচ বৃদ্ধির পর নির্মাণকাজে প্রায় 1200 কোটি টাকা লাগবে বলে মনে করা হচ্ছে ৷ এই প্রকল্পের জন্য প্রাথমিক যে খরচ নির্ধারিত হয়েছিল তার থেকে এই অঙ্কটা 223 কোটি টাকা বেশি ৷
2020 সালে 971 কোটি টাকায় সংসদের নয়া ভবন তৈরির কাজ দেওয়া হয় টাটা প্রজেক্টকে ৷ বিল্ডিং তৈরির কাজ শেষ করার জন্য 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের শীতকালীন অধিবেশন নয়া সংসদ ভবনে করার কথা ভাবা হয়েছে ৷
আরও পড়ুন:Narendra Modi : নতুন সংসদ ভবনের নির্মাণকাজ খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী