কুপওয়ারা, 25 এপ্রিল : প্যানডেমিকের মোকাবিলায় দেশজুড়ে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে ৷ এই অভাবের মাঝেই জম্মু-কাশ্মীরের কুপওয়ারার সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷
ওই প্ল্যান্টে প্রতি মিনিটে 1000 লিটার অক্সিজেন উৎপাদন সম্ভব, জানান হাসপাতালের চিকিৎসক শেখ ইকবাল ৷ তিনি আরও বলেন, "দেশজুড়ে অক্সিজেনের হাহাকার চলছে ৷ শ্বাসকষ্টের সমস্যায় ভোগা যে কোনো রোগীরই অক্সিজেন পাওয়া সহজ হবে এবার ৷ আর এতে রেফার করা রোগীর সংখ্যাও কমবে ৷"
আরও পড়ুন: অক্সিজেন উৎপাদন বাড়াতে 6 মাস আগেই কেন্দ্রকে জানিয়েছিল সংসদীয় কমিটি