মুম্বই, 8 অগস্ট: চলে গেলেন 'বম্বে ডাইং ম্যান'৷ এই নামেই পরিচিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো অর্ধেন্দু বসু ৷ সোমবার মুম্বইয়ে তাঁর বাসভবনে তাঁর জীবনাবসান হয় ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ মডেল ও অভিনেতা ৷ স্ত্রী কারমিন বসু তাঁর মৃত্যুর খবর জানান ৷
নেতাজির ছোট ভাইয়ের ছেলে অর্ধেন্দু বসু: নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোট ভাই শৈলেশচন্দ্র বসুর ছেলে ছিলেন অর্ধেন্দু বসু ৷ তিনিই বসু পরিবারের একমাত্র সদস্য যিনি মুম্বইতে জন্মগ্রহণ করেন ৷ সেখানেই তাঁর বেড়ে ওঠা ৷ তিনি তাঁর কাকাকে নিয়ে খুবই গর্বিত ছিলেন বলে জানিয়েছেন অর্ধেন্দু বসুর স্ত্রী কারমিন বসু ৷ তিনি বলেন, দেশের জন্য নেতাজির আত্মত্যাগ উদ্বুদ্ধ করত তাঁর ভাইপোকে ৷
গত বছরই কাকার কথা বলতে গিয়ে অর্ধেন্দু বসু বলেছিলেন, "গান্ধির অহিংস আন্দোলনের জন্যই ভারতের স্বাধীনতা এসেছিল এমনটা নয় । আজাদ হিন্দ ফৌজ ও নেতাজির কর্মকাণ্ড এ দেশে স্বাধীনতা এনেছিল এবং তা ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট রিচার্ড অ্যাটলিও স্বীকার করেছিলেন ।"
আরও পড়ুন:ছদ্মবেশ দেখেছিলেন গোষ্ঠ পালের খেলা, প্রিয় ছিল আতর; চিনে নিন অচেনা সুভাষকে
কাকা ছিল অনুপ্রেরণা:জওহরলাল নেহরুর সরকার বসু পরিবারের উপর নজরদারি চালাত বলে অভিযোগ শোনা যায় অর্ধেন্দু বসুর গলায় ৷ তাঁর বাবা শৈলেশচন্দ্র বসু সন্দেহ করতেন যে, ইন্দিরা গান্ধি যতদিন বেঁচেছিলেন, ততদিন তাঁর উপর নজরদারি চলত ৷ শুধু তাই নয়, তাঁদের ওরলির বাড়ির ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে আশংকা ছিল তাঁর ৷ 2015 সালে একটি সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেছিলেন নেতাজির ভাইপো ৷
বম্বে ডাইং ম্যান:পেশায় মডেল হলেও বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন অর্ধেন্দু বসু ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, মেরা ইয়ার মেরা দুশমন, কৌন? ক্যায়সে?, বিষকন্যা, আখরি বাজি, কোবরা এবং শিংগোরা ইত্যাদি ৷ যদিও তিনি জনপ্রিয়তা পান বম্বে ডাইং-এর বিজ্ঞাপনের জন্য ৷ একটা সময়ে তিনি ছিলেন বম্বে ডাইং-এর অত্যন্ত পরিচিত মুখ ৷ অনেকে তাঁর নাম দিয়েছিলেন বম্বে ডাইং ম্যান ৷
স্ত্রী কারমিন বসু ছাড়াও একমাত্র পুত্র নেদাল বসুকে রেখে গেলেন অর্ধেন্দু বসু ৷ তাঁর প্রয়াণে শোকাহত আত্মীয়, বন্ধুবান্ধব ও সেলিব্রিটিরা ৷