নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : মহিলাদের উপর অপরাধ 2019 সালের থেকে কমলেও 2020 সালে প্রতিদিন দেশে গড়ে কমপক্ষে 77টি করে ধর্ষণ হয়েছে ৷ খুন হয়েছে 80টি করে ৷ এবং একই বছর সাইবার অপরাধ বেড়েছে 11.8 শতাংশ ৷ জাতীয় অপরাধ তথ্যপঞ্জি (National Crime Records Bureau) 2020 সালের তথ্য প্রকাশ করেছে ৷ তাতেই সামনে এসেছে এই তথ্য ৷ তাতেই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অপরাধ হয়েছে অনেক কম ৷ তিলোত্তমা এখনও মহিলাদের জন্য নিরাদপ আশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বুধবারই এই তথ্য প্রকাশ করেছে ৷ 2020 সালে দেশজুড়ে প্রতিদিন গড়ে প্রায় 77টি করে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ বছরজুড়ে এমন মোট 28 হাজার 46টি অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে 25 হাজার 498 জন প্রাপ্ত বয়স্ক এবং বাকি 2 হাজার 655 জনের বয়স 18 বছরের নিচে ৷ সবথেকে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে রাজস্থান থেকে ৷ 5 হাজার 310টি ৷ তারপরই রয়েছে উত্তরপ্রদেশ, 2 হাজার 769টি ৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 2 হাজার 339টি ৷ চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র, 2 হাজার 61টি এবং পঞ্চম স্থানে রয়েছে অসম, 1 হাজার 657টি ৷ এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে অনেকটা নিচের দিকে ৷ রাজ্যে মেট্রোপলিটন সিটিটি এখনও মহিলাদের জন্য বেশ নিরাপদ বলেই মনে করা হচ্ছে ৷
মহিলাদের উপর অপরাধমূলক মোট 3 লাখ 71 হাজার 503টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 105টি অ্যাসিড অ্যাটাক এবং 6 হাজার 966টি পণের দাবিতে হত্যার ঘটনাও রয়েছে ৷ 2019 সালে এই সংখ্যাটি ছিল 4 লাখ 5 হাজার 326টি এবং 2018 সালের সংখ্যাটি ছিল 3 লাখ 78 হাজার 236টি ৷
আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির
2019 সালের থেকে 1 শতাংশ বেড়ে গত বছর দেশে মোট খুনের অভিযোগ নথিভুক্ত হয়েছে 29 হাজার 193টি ৷ প্রতিদিনের হিসাবে সংখ্যাটি গড়ে 80 ৷ এক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ ৷ সারা বছরে উত্তরপ্রদেশে মোট 3 হাজার 779টি খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ তারপরই রয়েছে বিহার, 3 হাজার 150 ৷ তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, 2 হাজার 163 ৷ চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 2 হাজার 101 এবং পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ 1 হাজার 948 ৷ নিহতদের মধ্যে 38.5 শতাংশের বয়স 30 থেকে 45 বছরের মধ্যে এবং 35.9 শতাংশ হল 18 থেকে 30 বছরের মধ্যে ৷