পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NCRB Data 2020 : দেশে প্রতিদিন গড়ে 80 খুন-77 ধর্ষণ, তবে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতাই - দেশে সাইবার অপরাধ বেড়েছে 11.8 শতাংশ

জাতীয় অপরাধ তথ্যপঞ্জি (National Crime Records Bureau) বলছে, 2020 সালে দেশে সাইবার অপরাধ (Cyber Crime) বেড়েছে 11.8 শতাংশ ৷ একই বছর গোটা দেশে প্রতিদিন গড়ে 80টি করে খুন এবং 77টি করে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ তবে এসবের পরও দেখা যাচ্ছে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতাই ৷

দেশে প্রতিদিন গড়ে 80 খুন-77 ধর্ষণ
দেশে প্রতিদিন গড়ে 80 খুন-77 ধর্ষণ

By

Published : Sep 16, 2021, 10:11 AM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : মহিলাদের উপর অপরাধ 2019 সালের থেকে কমলেও 2020 সালে প্রতিদিন দেশে গড়ে কমপক্ষে 77টি করে ধর্ষণ হয়েছে ৷ খুন হয়েছে 80টি করে ৷ এবং একই বছর সাইবার অপরাধ বেড়েছে 11.8 শতাংশ ৷ জাতীয় অপরাধ তথ্যপঞ্জি (National Crime Records Bureau) 2020 সালের তথ্য প্রকাশ করেছে ৷ তাতেই সামনে এসেছে এই তথ্য ৷ তাতেই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অপরাধ হয়েছে অনেক কম ৷ তিলোত্তমা এখনও মহিলাদের জন্য নিরাদপ আশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বুধবারই এই তথ্য প্রকাশ করেছে ৷ 2020 সালে দেশজুড়ে প্রতিদিন গড়ে প্রায় 77টি করে ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ বছরজুড়ে এমন মোট 28 হাজার 46টি অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে 25 হাজার 498 জন প্রাপ্ত বয়স্ক এবং বাকি 2 হাজার 655 জনের বয়স 18 বছরের নিচে ৷ সবথেকে বেশি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে রাজস্থান থেকে ৷ 5 হাজার 310টি ৷ তারপরই রয়েছে উত্তরপ্রদেশ, 2 হাজার 769টি ৷ তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 2 হাজার 339টি ৷ চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র, 2 হাজার 61টি এবং পঞ্চম স্থানে রয়েছে অসম, 1 হাজার 657টি ৷ এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে অনেকটা নিচের দিকে ৷ রাজ্যে মেট্রোপলিটন সিটিটি এখনও মহিলাদের জন্য বেশ নিরাপদ বলেই মনে করা হচ্ছে ৷

মহিলাদের উপর অপরাধমূলক মোট 3 লাখ 71 হাজার 503টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 105টি অ্যাসিড অ্যাটাক এবং 6 হাজার 966টি পণের দাবিতে হত্যার ঘটনাও রয়েছে ৷ 2019 সালে এই সংখ্যাটি ছিল 4 লাখ 5 হাজার 326টি এবং 2018 সালের সংখ্যাটি ছিল 3 লাখ 78 হাজার 236টি ৷

আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

2019 সালের থেকে 1 শতাংশ বেড়ে গত বছর দেশে মোট খুনের অভিযোগ নথিভুক্ত হয়েছে 29 হাজার 193টি ৷ প্রতিদিনের হিসাবে সংখ্যাটি গড়ে 80 ৷ এক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ ৷ সারা বছরে উত্তরপ্রদেশে মোট 3 হাজার 779টি খুনের অভিযোগ দায়ের হয়েছে ৷ তারপরই রয়েছে বিহার, 3 হাজার 150 ৷ তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, 2 হাজার 163 ৷ চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 2 হাজার 101 এবং পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ 1 হাজার 948 ৷ নিহতদের মধ্যে 38.5 শতাংশের বয়স 30 থেকে 45 বছরের মধ্যে এবং 35.9 শতাংশ হল 18 থেকে 30 বছরের মধ্যে ৷

আরও পড়ুন : Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা

অপহরণের ঘটনা 2020 সালে কমেছে বলে জানা যাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য থেকে ৷ গোটা বছরে মোট 84 হাজার 805টি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে ৷ এবং অপহৃতদের মোট সংখ্যা 88 হাজার 590 জন, যাদের মধ্যে 56 হাজার 591 জনই শিশু ৷ এক্ষেত্রেও সবার আগে উত্তরপ্রদেশ ৷ এখানে 12 হাজার 913টি অপহরণের অভিযোগ দায়ের হয়েছে ৷ 9 হাজার 309টি অভিযোগ নিয়ে এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ ৷ তৃতীয় স্থানে মহারাষ্ট্র (8,103), চতুর্থ স্থানে বিহার (7,889) এবং পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ (7,320) ৷ রাজধানী দিল্লিতে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে 4 হাজার 62টি ৷ 2019 সালে এক্ষেত্রে মোট 1 লাখ 5 হাজার 36টি অভিযোগ দায়ের হয়েছিল ৷

আরও পড়ুন : Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে

পাশাপাশি এনসিআরবি-এর প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, গত বছর সাইবার ক্রাইম বেড়েছে 11.8 শতাংশ ৷ 2020 সালে মোট 50 হাজার 35টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুল বা নকল খবর প্রকাশের অভিযোগও রয়েছে 578টি ৷ অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 4 হাজার 47টি ফ্রডের অপরাধ দায়ের হয়েছে ৷ পাশাপাশি ওটিপি ফ্রড (1,093), ক্রেডিট/ডেবিট কার্ড ফ্রড (1,194) এবং এটিএম অপরাধ (2,160)-ও রয়েছে ৷ সাইবার অপরাধের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে রয়েছে কর্নাটক (16.2 শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা (13.4 শতাংশ), তৃতীয় স্থানে রয়েছে অসম (10.1 শতাংশ), চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (4.8 শতাংশ) এবং পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র (4.4 শতাংশ) ৷ 2019 সালে 44 হাজার 735টি সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছিল ৷ 2018 সালে সংখ্যাটি ছিল 27 হাজার 248 ৷

আরও পড়ুন : Delhi Police : দেশজুড়ে নাশকতার ছক বানচাল দিল্লি পুলিশের, আটক 6; রয়েছে বাঙালি যোগ !

ABOUT THE AUTHOR

...view details