পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পিপিলির উপনির্বাচনে জনসভা নয়, ঘোষণা নবীনের

দেশের ভয়বাহ করোনা পরিস্থিতিতে নিজের রাজ্যের উপনির্বাচনে কোনও জনসভা, প্রচার নয় ৷ ঘোষণা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷

ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-র সভাপতি নবীন পট্টনায়ক
ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-র সভাপতি নবীন পট্টনায়ক

By

Published : Apr 19, 2021, 7:40 PM IST

নিউ দিল্লি, 19 এপ্রিল: কোনও জনসভা বা মিছিল নয় ওডিশার পিপিলি বিধানসভা কেন্দ্রে, এই কথা ঘোষণা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-র সভাপতি নবীন পট্টনায়েকের ৷

এদিন একটি টুইটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "প্রত্যেকটি জীবন দামি আর আমি ওডিশার মানুষকে আমার পরিবারের সদস্য হিসেবে মনে করি ৷ কোভিড-19-এর এই ভয়াবহ অবস্থায় বিজেডি সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও জনসভা বা প্রচার মিটিং হবে না পিপিলির উপনির্বাচনে ৷"

নির্বাচনের সময় আর প্রচারের পদ্ধতি নিয়ে বিবেচনা করতে নবীন নির্বাচন কমিশন আর অন্যান্য দলের কাছেও আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন: করোনা যোদ্ধারা বিমা-হীন, নতুন বিমার পরিকল্পনা কেন্দ্রের

টুইটে নবীন লেখেন, "আমরা নির্বাচনে লড়াই করি মানুষের সেবার জন্য ৷ যদি এই প্রচারের ফলে মানুষের জীবন বিপদে পড়ে, তা হলে আন্তরিক ভাবে অনুরোধ করছি, রাজনৈতিক দলগুলি আর নির্বাচন কমিশন প্রচারের পদ্ধতি আর সময়সীমা বিবেচনা করে দেখুন ৷"

ভারতের গণতন্ত্র পরিণত আর তাই একসঙ্গে একটা সমাধান বের করতে পারবেন বলে তিনি মনে করেন ৷ টুইটে তিনি লেখেন, "গণতন্ত্র মানুষকে নিয়েই, মানুষের জন্য়, মানুষের তৈরি ৷ জয় হিন্দ ৷ "

ABOUT THE AUTHOR

...view details