পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Amendment Bill 2023: অগ্নি পরীক্ষায় বসছে মোদি সরকার ! মঙ্গলবার লোকসভায় দিল্লি বিল আনছে কেন্দ্র

সুপ্রিম কোর্টের রায়ের পরই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, দিল্লি নিয়ে আইন সংশোধনী আনা হবে সংসদে । আভাস ছিল বাদল অধিবেশনেই এই বিল আনতে চলেছে কেন্দ্র । অবশেষে সোমবার লোকসভা সচিবালয় সূত্রে খবর মিলেছে, মঙ্গলবারই দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল আনছে সরকার ।

Etv Bharat
দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল

By

Published : Jul 31, 2023, 9:52 PM IST

Updated : Aug 1, 2023, 7:30 AM IST

নয়াদিল্লি, 31 জুলাই: অগ্নিপরীক্ষায় বসছে সরকার-বিরোধী দু'পক্ষই । মঙ্গলবার লোকসভায় বিতর্কিত দিল্লি সংক্রান্ত বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার । সুপ্রিম কোর্টের রায়ের পরই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, দিল্লি নিয়ে আইন সংশোধনী আনা হবে সংসদে । আভাস ছিল বাদল অধিবেশনেই এই বিল আনতে চলেছে কেন্দ্র । তবে কবে বিল লোকসভা এবং রাজ্যসভায় আনবে সরকার তা নিয়ে দ্বন্দ্ব ছিল । অবশেষে সোমবার লোকসভা সচিবালয় সূত্রে খবর মিলেছে, মঙ্গলবারই দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল আনছে সরকার ।

দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে সুপ্রিম কোর্ট সাফ নির্দেশ দিয়েছিল । দিল্লি সরকারের পক্ষে রায় যাওয়ার পরই দিল্লি সংক্রান্ত সংশোধনী আইন আনতে তৎপর হয়ে ওঠে সরকার । অন্যদিকে, চুপ করে বসে থাকেননি আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও । অর্থ বিল ছাড়া অন্য যাবতীয় বিলই লোকসভার পর রাজ্যসভাতেও পাশ করানো দস্তুর । লোকসবায় বিজেপির একক সংখ্যাগড়িষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সেই অস্থা নেই । কেজরিওয়াল ভালো মতোই জানেন, লোকসভায় বিল পাশ করাতে বিজেপির কোনও অসুবিধা না হলেও রাজ্যসভায় এই বিল পাশ করাতে কিছুটা হলেও বেগ পেতে হবে সরকার পক্ষকে । আর সেই কারণেই অবিজেপি বিরোধীদল শাসিত রাজ্যের প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছেন তিনি ।

অরবিন্দ কেজরিওয়ালকে ছুটে যেতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, কর্ণাটক, বিহার । কোনও রাজ্যেরই বিরোধী দলের নেতা-নেত্রীদের বাদ দেননি কেজরিওয়াল । এরপর বিরোধী জোটের বৈঠকেও কেজরিওয়াল দিল্লি নিয়ে কেন্দ্রের আইন সংশোধনীর বিরুদ্ধে মুখ খোলেন । এমনকী কংগ্রেসের কাছেও এই বিলের বিরোধিতা করার জন্য দরবার করতে দেখা যায় আপকে । প্রাথমিকভাবে কংগ্রেস নিম রাজি হলেও পরে কংগ্রেসের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দিল্লি নিয়ে কেন্দ্রের আনা সংশোধনী বিলের বিরোধিতায় আপের পাশেই থাকবে তারাও । সেই মতো মনে করা হচ্ছে মঙ্গলবার বিরোধীরা লোকসভাতে তো বটেই এমনকী রাজ্যসভাতেও বিলের বিরুদ্ধে ভোট দেবে । এই মুহূর্তে রাজ্যসবায় বিজেপির আসন সংখ্য়া 93 এবং এনডিএ জোটের মোট সাংসদ 99 জন ।

আরও পড়ুন: দেশের অবস্থা বাংলার মতো করতে চায় তৃণমূল, পঞ্চায়েতে হিংসা নিয়ে সরব যোগী

লোকসভা সচিবালয় সূত্রে খবর, মঙ্গলবার প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিলের বিষয়টি সদনে উত্থাপন করবেন । পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সম্পূর্ণ বিলটি সংসদের সামনে আনবেন । 1991 সালের দিল্লি সংক্রান্ত বিলেরই সংশোধনী আনছে কেন্দ্র ।

Last Updated : Aug 1, 2023, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details