পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: কালীপুজোয় দীপোৎসব পালন করবেন মোদি, ঘুরে দেখবেন অযোধ্যার মন্দির নির্মাণের কাজ - Kali Puja 2022

অযোধ্যায় (Ayodhya) কালীপুজো (Diwali Eve) কাটাবেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সরযূ নদীর তীরে দীপোৎসবের (Deepotsav) সাক্ষী থাকবেন তিনি ৷ ঘুরে দেখবেন রাম মন্দিরের নির্মাণ কাজ ৷

Narendra Modi will Visit Ayodhya on Diwali Eve to celebrate Deepotsav
Narendra Modi will Visit Ayodhya on Diwali Eve to celebrate Deepotsav

By

Published : Oct 21, 2022, 12:16 PM IST

Updated : Oct 21, 2022, 1:09 PM IST

অযোধ্য়া, 21 অক্টোবর:এবারের কালীপুজো (Diwali Eve) অযোধ্যায় (Ayodhya) কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানা গিয়েছে, দীপাবলির আগের সন্ধ্যায় অযোধ্যার সরযূ নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে ৷ সেই আরতি শেষ হলেই পালিত হবে দীপোৎসব (Deepotsav) ৷ সেই অনুষ্ঠানে ভালোই জাঁকজমক থাকবে বলে শোনা যাবে ৷ মোদির উপস্থিতিতেই সেই অনুষ্ঠানের সূচনা করা হবে ৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবারই উত্তরপ্রদেশ সফরে আসবেন প্রধানমন্ত্রী মোদি ৷ অযোধ্য়ায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য ৷ সেখানে পুজোও করবেন তিনি ৷ মন্দির নির্মাণের কাজ কেমন চলছে, তা সরেজমিনে দেখবেন ৷ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়েই ঘুরে দেখবেন প্রকল্প এলাকা ৷ তাঁর এই সফরে রামের প্রতীকী রাজ্যাভিষেকও করবেন প্রধানমন্ত্রী ৷ অর্থাৎ রামায়ণের রামচন্দ্রকে বর্তমান অযোধ্যার প্রতীকী রাজা হিসাবে প্রতিষ্ঠা করবেন ভারতের প্রশাসনিক প্রধান ৷ তাঁর দফতর সূত্রে প্রকাশ করা বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ৷

আরও পড়ুন:গান্ধিনগরে 'নজিরবিহীন' ডিফেন্স এক্সপোর উদ্বোধন মোদির

রবিবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ সরযূ নদীর তীরে পৌঁছে যাবেন মোদি ৷ সেখানে সন্ধ্যারতির সাক্ষী থাকবেন তিনি ৷ সন্ধ্যারতি শেষ হলে শুরু হবে দীপোৎসব ৷ প্রসঙ্গত, এই নিয়ে ষষ্ঠবার এই দীপোৎসবের আয়োজন করা হচ্ছে ৷ তবে, এর আগে মোদি কোনও দিন এই উৎসবে অংশ নেননি ৷

দীপোৎসবে একসঙ্গে 15 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে ৷ এই উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পীরা নৃত্য-গীত প্রদর্শন করবেন ৷ রামলীল সংক্রান্ত 11টি ট্যাবলো-সহ মোট 16 ট্যাবলো এই উৎসবে পেশ করা হবে ৷ এছাড়াও, সরযূর তীরে একটি বিশেষ থ্রিডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো অনুষ্ঠিত হবে ৷ সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Oct 21, 2022, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details