পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

সামনেই হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Election 2022) ৷ শনিবার এই রাজ্যে ভোটের প্রচারে (Election Campaign) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার আগে অমৃতসরের রাধা সোমি সৎসঙ্গ বিয়াসে (Radha Soami Satsangat Beas) এলেন তিনি ৷

Narendra Modi visits Radha Soami Satsang Beas in Amritsar
Narendra Modi: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

By

Published : Nov 5, 2022, 1:25 PM IST

অমৃতসর, 5 নভেম্বর: শনিবার অমৃতসরের (Amritsar) রাধা সোমি সৎসঙ্গ বিয়াসে (Radha Soami Satsangat Beas) এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত নির্ঘণ্ট মেনেই এদিন এখানে আসেন তিনি ৷ রাধা সোমি সৎসঙ্গ বিয়াসের ক্ষেত্র প্রধান বাবা গুরিন্দর সিং ধিলোঁর (Baba Gurinder Singh Dhillon) সঙ্গে তাঁর সাক্ষাৎ আগে থেকেই স্থির ছিল ৷

তাঁর এদিনের সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটারে তাঁর সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷ এই প্রসঙ্গে মোদি একটি টুইট করেন ৷ তাতে তিনি লেখেন, "বাবা গুরিন্দর সিং ধিলোঁজির নেতৃত্বে আরএসএসবি বিভিন্ন সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে একেবারে সামনের সারিতে এসে কাজ করছে ৷" প্রসঙ্গত, রাধা সোমি সৎসঙ্গ বিয়াসের ভক্ত ও অনুগামীরা সারা দেশেই ছড়িয়ে রয়েছেন ৷ বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা এবং হিমাচলপ্রদেশে এই সংগঠনের অনুগামীরা সবথেকে বেশি সংখ্য়ায় রয়েছেন ৷ উল্লেখ্য, রাধা সোমি সৎসঙ্গ, ডেরা বাবা জয়মাল সিং (Dera Baba Jaimal Singh) নামেও যথেষ্ট জনপ্রিয় ৷ এই সৎসঙ্গটি পঞ্জাবের বিয়াস শহরে অবস্থিত ৷ অমৃতসরের মূল শহর থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার ৷

আরও পড়ুন:হিমাচলের ভোটপ্রচারে কংগ্রেসকে 'মা-ছেলের দল' বলে কটাক্ষ অমিতের

সৎসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর শনিবার আরও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ ভোটমুখী হিমাচলপ্রদেশের সুন্দরনগর এবং সোলানে এদিন দু'টি জনসভা করবেন নরেন্দ্র মোদি ৷ বিজেপি-এর হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার সারতেই তাঁর এই কর্মসূচি ৷ প্রসঙ্গত, আগামী 12 নভেম্বর ভোট হবে পার্বত্য রাজ্য হিমাচলপ্রদেশে (Himachal Pradesh Assembly Election 2022) ৷ তার আগে হাতে আর মাত্র সাতদিন সময় রয়েছে ৷ তাই শেষবেলার প্রচারে কোমর বেঁধেছে গেরুয়া শিবির ৷ মাঠে নামানো হয়েছে হেভিওয়েটদের ৷ দু'দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে প্রচার করে গিয়েছেন ৷ আর শনিবার সেই দায়িত্ব (Election Campaign) পালন করছেন দেশের প্রশাসনিক প্রধান ৷

ABOUT THE AUTHOR

...view details