নয়াদিল্লি, 20 জুলাই : কংগ্রেস এখন কোমায় রয়েছে ৷ বিজেপি যে ক্ষমতায় রয়েছে, এই বিষয়টি তারা সহ্য করতে পারছে না ৷ সেই কারণেই করোনা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে ৷ মঙ্গলবার দলের সাংসদদের সামনে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাই দলের সাংসদদের উদ্দেশ্যে তাঁর বার্তা, কংগ্রেস-সহ বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে পালটা সরব হন ৷
গতকাল, সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে ৷ মঙ্গলবার ছিল অধিবেশনের দ্বিতীয়দিন ৷ দ্বিতীয়দিনের অধিবেশন শুরুর আগে দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷ তখনই এই বার্তা দেন তিনি ৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানান, সংসদের দুই কক্ষেই সরকার আলোচনা করতে প্রস্তুত ৷ কিন্তু বিরোধীরা দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে ৷
আরও পড়ুন :হিন্দি সিনেমার লোভী মহাজন, পেট্রোপণ্যে কর নিয়ে কটাক্ষ রাহুলের
একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা কোনও রাজনৈতিক সংকট নয় ৷ এটা মানবিক সংকট ৷ সরকার নিশ্চিত করেছে যে, কেউ যাতে অভুক্ত না থাকে ৷ করোনা টিকাকরণ ঠিকমতো চলছে কি না, সেই বিষয় সব সাংসদকে নিজের এলাকায় খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷