পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mann ki Baat: 'মনের কথা'য় দেশের নারীশক্তিকে প্রশংসায় ভরালেন মোদি - নরেন্দ্র মোদি

রবিবার 99তম 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠান করেন নরেন্দ্র মোদি ৷ এদিনের এই অনুষ্ঠানে ভারতের নারীশক্তির জয়গান করেন তিনি (Narendra Modi praises Woman Power of India) ৷

Narendra Modi praises Woman Power of India during his 99th Mann ki Baat Programme
ফাইল ছবি

By

Published : Mar 26, 2023, 6:04 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ:99তম 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে দেশের নারীশক্তির জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi praises Woman Power of India) ৷ রবিবার ফের একবার নিজের 'মনের কথা' নিয়ে রেডিয়োয় হাজির হন প্রধানমন্ত্রী ৷ অস্কারমঞ্চে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার'-এর সাফল্য থেকে শুরু করে নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী, মোদি ছুঁয়ে যান অনেক কিছুই ৷ মোদি মনে করেন, ভারতের উন্নতির সম্ভাবনা ঠিক কতটা, তা দেশের নারীশক্তিই একেবারে সঠিকভাবে অনুধাবন করতে পারছে ৷

এই প্রসঙ্গে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা শোনান প্রধানমন্ত্রী ৷ বলেন, "তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর যাঁরা সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়েছিলেন, সম্প্রতি আমি সেই সাহসি মেয়েদের সঙ্গে দেখা করি ৷ তাঁরা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অংশ ছিলেন ৷ সারা পৃথিবীতে এখন তাঁদের সাহস এবং দক্ষতার আলোচনা করা হচ্ছে ৷"

নারীশক্তির উত্থান নিয়ে কথা বলার সময় তিন সামরিক বাহিনীরও প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী ৷ বলেন, আজ ভারতের তিনটি বাহিনীতেই মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ৷ মোদি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামির কথা উল্লেখ করেন ৷ বায়ুসেনার কমব্য়াট ইউনিটে 'কম্য়ান্ড অ্যাপয়েন্টমেন্ট' পেয়েছেন শালিজা ৷ তাঁর সেই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

সদ্য অস্কারের মঞ্চে সেরা তথ্যচিত্রের স্বীকৃতি পেয়েছে ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার' ৷ এই ছবির নেপথ্যেও রয়েছেন দুই নারী ৷ মোদি সেকথা সকলকে মনে করিয়ে দেন ৷ মোদির নারীশক্তির তালিকা থেকে বাদ যাননি সুরেখা যাদবও ৷ সুরেখা এশিয়ার প্রথম মহিলা ট্রেনচালক ৷ ইতিমধ্যেই একাধিক রেকর্ড তৈরি করেছেন তিনি ৷ পেয়েছেন অনেক সম্মান ও পুরস্কার ৷ সেই সুরেখাই বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হওয়ার সুযোগ ও সম্মান লাভ করেন ৷

আরও পড়ুন:মন কি বাতে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর মুখে

এর পাশাপাশি, মোদি উল্লেখ করেন ভাবা অ্য়াটোমিক সেন্টারের বিজ্ঞানী জ্যোতির্ময়ী মোহান্তির কথা ৷ রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণার জন্য বিশেষ আইইউপিএসি পুরস্কার লাভ করেন তিনি ৷ অন্যদিকে, এবার অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপও আসে ভারতের ঝুলিতে ৷ তারও কথা বলতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details