নয়াদিল্লি, 26 মার্চ:99তম 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে দেশের নারীশক্তির জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi praises Woman Power of India) ৷ রবিবার ফের একবার নিজের 'মনের কথা' নিয়ে রেডিয়োয় হাজির হন প্রধানমন্ত্রী ৷ অস্কারমঞ্চে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার'-এর সাফল্য থেকে শুরু করে নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী, মোদি ছুঁয়ে যান অনেক কিছুই ৷ মোদি মনে করেন, ভারতের উন্নতির সম্ভাবনা ঠিক কতটা, তা দেশের নারীশক্তিই একেবারে সঠিকভাবে অনুধাবন করতে পারছে ৷
এই প্রসঙ্গে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা শোনান প্রধানমন্ত্রী ৷ বলেন, "তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর যাঁরা সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়েছিলেন, সম্প্রতি আমি সেই সাহসি মেয়েদের সঙ্গে দেখা করি ৷ তাঁরা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অংশ ছিলেন ৷ সারা পৃথিবীতে এখন তাঁদের সাহস এবং দক্ষতার আলোচনা করা হচ্ছে ৷"
নারীশক্তির উত্থান নিয়ে কথা বলার সময় তিন সামরিক বাহিনীরও প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী ৷ বলেন, আজ ভারতের তিনটি বাহিনীতেই মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ৷ মোদি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামির কথা উল্লেখ করেন ৷ বায়ুসেনার কমব্য়াট ইউনিটে 'কম্য়ান্ড অ্যাপয়েন্টমেন্ট' পেয়েছেন শালিজা ৷ তাঁর সেই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷