নয়াদিল্লি, 19 জুলাই : সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হল সোমবার ৷ প্রথা হল, কোনও অধিবেশনের প্রথম দিন সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী (Prime Minister) ৷ এদিনও তাই সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷
কিন্তু এই ‘হাজিরা’য় তাঁর বক্তব্যের থেকেও ভাইরাল হয়েছে সেই সময়ের ছবি ৷ কারণ, প্রধানমন্ত্রী যে সময় বক্তব্য রাখছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল ৷ সাধারণত দেখা যায় যে, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা প্রধানমন্ত্রী বা তাঁর মতো ভিভিআইপিদের মাথায় ছাতা ধরে রাখেন ৷ কিন্তু এদিন মোদি নিজেই ছাতা ধরেছিলেন ৷ তাঁর সঙ্গে আর যে ক’জন ছিলেন, তাঁরাও নিজেদের ছাতা নিজেরাই ধরে রেখেছিলেন ৷
আরও পড়ুন :মুদ্রাস্ফীতি, ফোন ট্যাপিং-সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধীদের
আর এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদরা রীতিমতো আপ্লুত ৷ সকলেই ওই ছবি পোস্ট করেছেন ৷ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷ পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেছেন অনেকে ৷ আসলে বিজেপির সঙ্গে বিরোধীদের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন কেউ কেউ ৷