বেঙ্গালুরু, 2 মে:কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ 10 মে ৷ ত্রিমুখী এই লড়াইয়ে মুখোমুখি ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস ও জেডিএস প্রার্থীরা ৷ 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার এবারের নির্বাচনে 20টি কেন্দ্রে এমন প্রার্থীরা রয়েছেন যাঁদের নাম এক ৷ অর্থাৎ একই নামের বেশ কিছু প্রার্থী এই 20টি কেন্দ্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ৷ তবে এই প্রার্থীদের অধিকাংশই নির্দল ৷
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত কোনও হেভিওয়েট প্রার্থীকে বেগ দিতেই একই নামের বেশকিছু ব্যক্তি নির্দল হিসেবে সেই কেন্দ্রের ভোটে দাঁড়িয়ে পড়েন ৷ অবশ্যই এর পিছনে প্রতিপক্ষ দলের রাজনৈতিক উদ্দেশ্য থাকে ৷ এক্ষেত্রে ভোটাররা যাতে একই নামের প্রার্থীদের মধ্যে বিভ্রান্ত হয়ে ভুল চিহ্নে ভোট দিয়ে দেন, সেই বিষয়টি মাথায় রাখা হয় ৷ এরকমই কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক ৷
হোসকোটে কেন্দ্র: এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 23 জন ৷ এই কেন্দ্র থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের শরথ বাচেগৌড়া ৷ তাঁকে এবারও প্রার্থী করেছে কংগ্রেস ৷ তাঁর নামেই এবার এক নির্দল প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে ৷ এমকি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এমটিবি নাগারাজের সমনামেও রয়েছেন একাধিক নির্দল প্রার্থী ৷