পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Chhattisgarh: 'আপনার স্বপ্ন সফল করার দায়িত্ব আমার', প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানিয়েছেন যে, 'সঙ্কল্প সপ্তাহ' কর্মসূচি যা 112টি জেলায় পরিবর্তন এনেছে ৷ একই সঙ্গে, ব্লকগুলির উন্নতির জন্য একটি পৃথক কর্মসূচির ভিত্তি তৈরি করবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে এদিন জানিয়েছেন, তিনি তাঁর সাফল্য পর্যালোচনা করতে পরের বছর আবারও রাজ্যে আসবেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:56 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর:"এটা আমার গ্যারান্টি যে, আপনার স্বপ্ন, সমাধান আমার ৷" ছত্তিশগড়ে দাঁড়িয়ে আরও একবার জনমোহিনী বক্তব্য শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ৷ সেই সঙ্গে, লোকসভা ভোটে বিজেপির জয়ের বিষয়েও যে প্রধানমন্ত্রী নিশ্চিত তাও শনিবার আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন তিনি ৷

এদিন ছত্তিশগড়ের বিলাসপুরে ‘পরিবর্তন মহা সংকল্প সমাবেশে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আপনার স্বপ্ন তখনই পূরণ হবে যখন এখানে বিজেপি সরকার থাকবে। দিল্লি থেকে আমরা যতই চেষ্টা করি না কেন, এখানে কংগ্রেস সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে। গত পাঁচ বছরে ছত্তিশগড় কেন্দ্র থেকে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে। সড়ক, রেল, বিদ্যুৎ-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমরা অর্থ দেওয়ার ক্ষেত্রে কোনও অভাব রাখিনি। জনজীবনে বাস্তবতা লোকানো যায় না। রাজ্যের উপমুখ্যমন্ত্রী যদি বলেন যে, দিল্লিতে কোনও অবিচার হয় না, তবে এটি সকলের জন্য আনন্দের বিষয় হওয়া উচিত ছিল ৷ ভারত সরকার ছত্তিশগড়ে হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন করেছে। সেগুলো হয় স্থগিত নয়তো বিলম্বিত হচ্ছে ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানিয়েছেন যে, 'সঙ্কল্প সপ্তাহ' কর্মসূচি যা 112টি জেলায় পরিবর্তন এনেছে ৷ একই সঙ্গে, ব্লকগুলির উন্নতির জন্য একটি পৃথক কর্মসূচির ভিত্তি তৈরি করবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে এদিন জানিয়েছেন, তিনি তাঁর সাফল্য পর্যালোচনা করতে পরের বছর আবারও রাজ্যে আসবেন ৷ 'সংকল্প সপ্তাহ'-এর এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "জেলা কর্মসূচিতে 112টি জেলার 25 কোটিরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছে। এই জেলাগুলি এখন অনুপ্রেরণাদায়ক জেলা হয়ে উঠেছে।"

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাদের নিজেদের বিভাগে পিছিয়ে থাকা 100টি ব্লক বাছাই করতে নির্দেশ দিয়েছেন ৷ তাঁর কথায়, "একইভাবে, আগামী এক বছরের মধ্যে, 500টি ব্লকের মধ্যে, কমপক্ষে 100টি অনুপ্রেরণামূলক ব্লকে পরিণত হবে ৷" এরপরই প্রধানমন্ত্রী বলেন, "আমি নিশ্চিত 2024 সালে আমরা অক্টোবর-নভেম্বরে আবার দেখা করব ৷ সেই সঙ্গে, কর্মসূচির সাফল্যও মূল্যায়ন করব। আমি পরের বছর অক্টোবর-নভেম্বরে আবার আপনার মাঝে আসব ৷"

আরও পড়ুন: 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের

এদিন কংগ্রেস সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস শাসনকালে রেলের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই বছর বিজেপির তরফে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি 'মোদি মডেল', এটি ছত্তিশগড়ের প্রতি আমার ভালোবাসা। ছত্তিশগড়ের উন্নয়নে এটা আমার অঙ্গীকার। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেলপথগুলিকে বৈদ্যুতিক করারও চেষ্টা করছি ৷ বিজেপিই ছত্তিশগড়ে আধুনিক বন্দে ভারত ট্রেন দিয়েছে ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে আমরা ছত্তিশগড় পিএসসি কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ছত্তিশগড়ের মানুষ রাজ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ৷" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details