পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Muslim Youth Worships Durga: নিজের অর্থে বসিয়েছেন দুর্গা মূর্তি, উপোসে থেকে পুজোর আচার পালন আবিদ ভাইয়ের - দুর্গা পুজো 2022

নিজের অর্থে বসিয়েছেন দুর্গা মূর্তি ৷ উপোসে থেকে পুজোর আচারও পালন করছেন (Muslim youth installs Durga idol)৷ উজ্জয়িনীতে সম্প্রীতির নজির গড়লেন মুসলিম যুবক আবিদ ভাই (Muslim Youth Worships Durga)৷

Muslim youth installs Durga idol, follows Hindu worship during Navratri in Ujjain
নিজের অর্থে বসিয়েছেন দুর্গা মূর্তি, উপোসে থেকে পুজোর আচার পালন আবিদ ভাইয়ের

By

Published : Oct 4, 2022, 7:01 AM IST

উজ্জয়িনী, 4 অক্টোবর: উজ্জয়িনীর ছোট্ট একটা গ্রাম ৷ সেখানে নিজের অর্থে দুর্গা পুজোর আয়োজন করেছেন এক মুসলিম যুবক ৷ শুধু আয়োজনই নয়, তিনি নিয়ম করে পালন করছেন পুজোর যাবতীয় আচার ৷ উপবাসে থেকে প্রথা মেনে করছেন দেবীর আরাধনা ৷ উৎসবের মরশুমে সম্প্রীতির নজির সৃষ্টি করেছেন আবিদ ভাই (Muslim Youth Worships Durga)৷

উজ্জয়িনীর জেলা সদর দফতর থেকে 60 কিলোমিটার দূরে নৈনাবাদ গ্রাম (Muslim youth installs Durga idol)৷ এখানেই মিলেমিশে বাস হিন্দু ও মুসলিমদের ৷ নবরাত্রি হোক বা ঈদ - উৎসবে মেতে ওঠার জন্য এখানে কোনও জাত-ধর্মের বাদ-বিচার নেই ৷ এ বারের দুর্গা পুজোতেও ধরা পড়েছে সেই একই ছবি (Ujjain news)৷

গ্রামেরই বাসিন্দা আবিদ ভাই প্রায় এক লক্ষ টাকা খরচ করে তৈরি করেছেন দুর্গা পুজোর প্যান্ডেল (Durga Puja 2022)৷ মঙ্গল আরতি থেকে গরবা - নবরাত্রির সঙ্গে জড়িত কোনও আচার-অনুষ্ঠানের খামতি নেই সেখানে ৷ আবিদ ভাই নিজে এই ক'দিন উপবাসে রয়েছেন ৷ অন্যান্য হিন্দু ভাইদের মতোই খালি পায়ে রয়েছেন টানা নয় দিন ৷ পালন করছেন দুর্গা পুজোর নিয়ম আচার ৷ জাত-ধর্মকে ঘিরে হানাহানি ও হিংসার বাতাবরণে দুর্দান্ত এক সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির নজির গড়েছেন আবিদ ভাই ৷

আরও পড়ুন:গান্ধিজীর অবমাননায় ক্ষোভ রাজনৈতিক মহলে, এফআইআর-বিক্ষোভ উৎসবের শহরে

গ্রামের সরপঞ্চ চান্দেরসিং দেওরা বললেন, দেশের নানা প্রান্তে প্রতিদিন যেখানে প্রকট হয় ধর্মীয় দ্বন্দ্ব, সেখানে ভালোবাসা ও সম্প্রীতির উদাহরণ হিসেবে নজির সৃষ্টি করেছে এই গ্রাম ৷ আবিদ ভাইয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, "আবিদ ভাইয়ের কারণে এখানে নবরাত্রি খুব ধূমধাম করে পালিত হয় ৷ তিনি প্রতি বছর নবরাত্রির সময় নিজে খুব নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করেন ৷" উজ্জয়িনীর এই গ্রাম সত্যি করে দিয়েছে কবির ভাবনাকে - মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান ৷

ABOUT THE AUTHOR

...view details