পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় গ্রেফতার মুম্বই পুলিশের আধিকারিক - এনআইএ

মুকেশ আম্বানির বাড়ির কাছেই বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় নয়া মোড় ৷ এনআইএ-র হাতে গ্রেফতার মুম্বই পুলিশের অ্য়াসিসট্য়ান্ট পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক সচিন ওয়াজ়ে ৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশের এটিএসও ৷ গোটা ঘটনায় এনআইএ-র হস্তক্ষেপে নাখুশ মহারাষ্ট্রের প্রধান শাসকদল শিবসেনা ৷ রবিবার মুম্বইয়ের বিশেষ আদালত সচিনকে 25 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

Mumbai Cop Arrested Over Alleged Role In Ambani Security Scare Case
বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় গ্রেফতার মুম্বই পুলিশের আধিকারিক

By

Published : Mar 14, 2021, 4:32 PM IST

Updated : Mar 14, 2021, 5:39 PM IST

মুম্বই, 14 মার্চ : মুকেশ আম্বানির বাসভবনের কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুম্বই পুলিশের এক আধিকারিককে গ্রেফতার করল এনআইএ ৷ অ্য়াসিসট্য়ান্ট পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিকের নাম সচিন ওয়াজ়ে ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, মুকেশের বাড়ি অ্য়ান্টিলিয়ার কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি রাখার পিছনে হাত ছিল সচিনের ৷ শনিবার তাঁকে টানা 12 ঘণ্টা জেরা করে এনআইএ ৷ গ্রেফতার হন রাতে ৷ রবিবার মুম্বইয়ের বিশেষ আদালত সচিনকে 25 মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

গত সপ্তাহ পর্যন্ত মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের (সিআইইউ) মাথা ছিলেন সচিন ওয়াজ়ে ৷ সূত্রের খবর, তাঁর অধীনে কাজ করা সিআইইউ-এর অন্য সদস্যরাও আপাতত রয়েছেন এনআইএ-র আতসকাচের তলায় ৷ উল্লেখ্য, গত বুধবারই সচিন ওয়াজ়েকে সিআইইউ থেকে সরিয়ে সিটিজেন ফেসিলেশন সেন্টার (সিএফসি)-এ নিয়ে বদলি করা হয় ৷

তবে শুধুমাত্র এনআইএ নয়, ভ্য়াজ়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মহারাষ্ট্রর অ্য়ান্টি-টেরোরিজম স্কোয়াডও (এটিএস) ৷ অ্য়ান্টিলিয়ার কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি রাখার ঘটনায় নাম জড়িয়েছিল ব্য়বসায়ী হিরেন মনসুখের ৷ পরে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর দেহ উদ্ধার হয় ৷ হিরেনের স্ত্রীর দাবি, যে গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল, সেটি প্রায় চারমাস নিজের কাছে রেখেছিলেন ওয়াজ়ে ৷ এই দু’টি ঘটনাতেই সিআইইউ-এর প্রাক্তন প্রধানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশের এটিএস ৷ এমনকী, হিরেনের মৃত্য়ু ঘটনাতেও সচিন ওয়াজ়ের হাত থাকতে পারে বলে অভিযোগ মৃত ওই ব্য়বসায়ীর স্ত্রীর ৷

মুম্বই পুলিশের ধৃত আধিকারিক সচিন ওয়াজ়ের পাশে শিবসেনা ৷

তবে গোটা ঘটনায় এআইএ-র অন্তর্ভুক্তিকে তাঁরা যে ভালো চোখে দেখছেন না, ঠারে ঠোরে তা বুঝিয়ে দিয়েছেন রাজ্য়ের শাসকদল শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত ৷ ধৃত সচিন ওয়াজ়ের পাশে থাকারই বার্তা দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘আমার বিশ্বাস, সচিন ওয়াজ়ে একজন সৎ ও অত্যন্ত যোগ্য আধিকারিক ৷ জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওঁকে গ্রেফতার করা হয়েছে ৷ একটা মৃত্য়ু নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ এই ঘটনা তদন্ত করার দায়িত্ব মুম্বই পুলিশের ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন ছিল না ৷’’

সঞ্জয়ের অভিযোগ, এভাবে যদি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি মুম্বই পুলিশের কাজে হস্তক্ষেপ করে তাহলে পুলিশের কর্মী, আধিকারিকদের মনোবল ভেঙে যাবে ৷

উল্লেখ্য, তাঁকে যে গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কা আগেই করেছিলেন সচিন ওয়াজ়ে ৷ গ্রেফতারি এড়াতে থানে জেলা দায়রা আদালতে আগাম জামিনেরও আবেদন জানান তিনি ৷ সচিনের যুক্তি ছিল, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ খাড়া করা হচ্ছে ৷ কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয় ৷ উপরন্তু বিচারকের পর্যবেক্ষণ ছিল, এই ঘটনায় সচিন ওয়াজ়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা জরুরী ৷ আগামী 19 মার্চ ফের সচিনের জামিনের আবেদন নিয়ে আদালতে শুনানি রয়েছে ৷ তার আগেই শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের দফতরে ডেকে পাঠায় এনআইএ ৷ পরে সেই জিজ্ঞাসাবাদে যোগ দেন এচিএসের প্রতিনিধিরাও ৷

আরও খবর :জেলে বসেই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ছক আইএম জঙ্গির ?

গত বুধবার সচিন ওয়াজ়েকে সিএফসি-তে বদলি করার একদিন আগেই, অর্থাৎ গত মঙ্গলবার তাঁকে গ্রেফতারের দাবি তোলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ অন্যদিকে, সচিনের বদলির পর বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘‘ সচিন ওয়াজ়ে ওসামা বিন লাদেন নন ৷ যেভাবে একজন মানুষকে প্রথমে টার্গেট করেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর তারপর তদন্ত শুরু করা হচ্ছে, সেটা ঠিক নয় ৷’’

এদিকে, গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপির মুখাপাত্র রাম কদমের কটাক্ষ, ‘‘সচিন ওয়াজ়েকে জেরা করা হচ্ছে বলে কি রাজ্য সরকার চিন্তিত ? তদন্তের প্রবাহ কি সরকারের দরজায় পৌঁছে যাবে ? নতুন কোনও ঘটনা সামনে আসবে ?’’ এমনকী, সচিনের নার্কো টেস্ট করানোর পক্ষেও সওয়াল করেন রাম ৷

সব মিলিয়ে সচিন ওয়াজ়ের গ্রেফতারিতে ফের একবার ঝড় উঠেছে মারাঠী রাজনীতিতে ৷ এর আগে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্য়ু ও পরবর্তীতে মাদকযোগ এবং রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের ঘটনায় একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে কার্যত সম্মুখ সমরে নেমেছিল মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র রাজ্য় প্রশাসন ৷ সচিন ওয়াজ়ের গ্রেফতারি উস্কে দিল সেই স্মৃতি ৷

Last Updated : Mar 14, 2021, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details