মুম্বই, 20 সেপ্টেম্বর : টানা 11 দিনের গণেশ উৎসবের সমাপ্তি হয়েছে রবিবার ৷ সারাটা দিন মহারাষ্ট্র জুড়ে গণেশ বিসর্জনের ছবি ধরা পড়েছে ৷ বিশাল শোভাযাত্রা বেরিয়েছে ৷ খুশি খুশি মনে বাপ্পাকে বিদায় জানিয়েছে মহারাষ্ট্রবাসী ৷ কিন্তু এমন আনন্দের দিনেও শোনা গিয়েছে শোকের খবর ৷ গণপতি বিসর্জনের সময় সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচটি ছেলের ৷ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তিনজন এখনও নিখোঁজ ৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷
বিএমসি জানিয়েছে, মুম্বইয়ের ভারসোভা জেটির কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ গণেশ বিসর্জনের সময় সমুদ্রের জলের অনেকটাই গভীরে চলে গিয়েছিল ওই ছেলেগুলি ৷ তখনই ঘটে এই দুর্ঘটনা ৷ সমুদ্রে তলিয়ে যায় 10 জন ৷ স্থানীয়দের চেষ্টায় এর মধ্যে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাদের মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাকি আটজনের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে ৷ তিনজন এখনও নিখোঁজ ৷ তাদের খোঁজে দমকলের সাহায্য নিয়ে উদ্ধারকার্য চলছে ৷