পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mother's Day 2023: তুঝে সব হ্যায় পতা... - মা

365 দিন, 24 ঘণ্টা যিনি নিজের ভূমিকায় সদা সচেতন, তাঁকে একদিনের আগলে বাঁধা বাতুলতা । তা সত্ত্বেও প্রতিবছরই নিয়ম করে আসে তাঁদের দিন । যাপনও হয় নিয়ম করে । সোশাল মিডিয়া উপচে পড়ে ছবি, আদরঘন বার্তায় ।

Etv Bharat
তুঝে সব হ্যায় পাতা

By

Published : May 14, 2023, 8:03 PM IST

Updated : May 14, 2023, 8:51 PM IST

হায়দরাবাদ, 14 মে: মা । বোধহয় পৃথিবীর সবচেয়ে ছোট শব্দ যার অন্তর্নিহিত অর্থ আকাশছোঁয়া । যাকে নিয়ে লিখতে বসলে অনায়াস ছন্দে এক পৃথিবী লেখা যায়, যার গভীরতা বুঝলে গেলে তলিয়ে যেতে হয় অতলে । দুনিয়ার সবচেয়ে কঠিন ছন্দে বাঁধা তাঁদের জীবন, আকাশ ভেঙে পড়লেও সেই আগল ভেঙে বেরনোর তাঁর সাধ্যি নেই, ইচ্ছেও বোধ করি নেই ।

ধর্ম, বর্ণ কিংবা ভাষা মনুষ্য সমাজকে বিভক্ত করে যে শব্দগুলি, সেগুলি ছুঁতে পারেনি তাঁকেই । বিশ্বের যে কোনও প্রান্তে মা ও সন্তানের ভালোবাসা একই সুরে গাঁথা, তাদের পদচারণাও একই ছন্দে । প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় নিজের ভূমিকায় তাঁরা সদা সচেতন । ফলে একটি দিনকে 'স্পেশাল' তকমা দিয়ে তাঁদের সম্মান, শ্রদ্ধার মোড়কে জড়ানো শুধু বাতুলতাই নয়, স্পর্ধারও ।

আরও পড়ুন: মাতৃদিবস যাপন বলিউডের 'মা' সংলাপের মধ্য দিয়েই, যার প্রভাব রয়েছে রিল থেকে রিয়েলে

জীবনের সহজপাঠের প্রথম শিক্ষা শুরু হয় তাঁর হাত ধরেই । ফলে একটি দিন নির্দিষ্ট করেই তাঁকে ঋণ ফেরানোর আপ্রাণ চেষ্টা করাও কবির ভাষায়, 'তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান ।' যে শিক্ষায়, ভালোবাসায় মাকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো, তা তাঁর থেকেই নেওয়া । সন্তানের শিক্ষায়, মূল্যবোধে তাঁর বিরাজ সর্বদিকে । তাঁর উপলব্ধিতে সন্তান শুধু সমৃদ্ধই হয়নি, স্নেহের পরশ পেয়েছে প্রতিটি ক্ষণে । কথায় রয়েছে, সমুদ্রে শয্যা পাতলে শিশিরের ভয় তুচ্ছ । মায়ের ভালোবাসা শুধু সমুদ্রের অবাধ্য ঢেউয়ের পায়ে বেড়িই পরায়নি, শিশির থেকে বাঁচতে সন্তানের মাথায় ছাতাও ধরেছে ।

যাকে নিয়ে লিখতে বসলে অনায়াস ছন্দে এক পৃথিবী লেখা যায়

ফলে বিশেষ দিনে মায়েদের কুর্নিশ জানাতে ধার করাই যায় শ্রীদেবী অভিনীত 'মম' সিনেমার সেই বিখ্যাত সংলাপ- "ভগবান হর জাগা নেহি হোতা হ্যায়, ইসলিয়ে উনহোনে মা বানাই হ্যায়..."

আরও পড়ুন: প্রথমবার মা হওয়ার পর দেখা দেয় একাধিক সমস্যা, যত্ন নিন এভাবে

Last Updated : May 14, 2023, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details