পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Acid Attack on Lover: প্রেমিকা তিন সন্তানের মা! প্রেমিকের চোখে অ্যাসিড ঢালল মহিলার পরিবার - প্রেমের ভয়ঙ্কর পরিণতি

বিহারের বেগুসরাইয়ে প্রেমের ভয়ঙ্কর পরিণতি। তিন সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন গৃহবধূ ৷ তবে শ্বশুড়বাড়ির চাপে মহিলা বাধ্য হয়ে বাড়ি ফেরেন। প্রেমে পাগল প্রেমিকও পিছু নিয়ে হাজির প্রেমিকার বাড়িতে ৷ কিন্তু মহিলার শ্বশুরবাড়িতে হয় প্রেমিকের উত্তম-মধ্যম ৷ এখানেই শেষ নয়, ওই যুবকের চোখে অ্যাসিডও ঢেলে দেয় তারা ৷

Acid Attack on Lover
প্রেমিকের চোখে অ্যাসিড ঢালল মহিলার পরিবার

By

Published : Jul 19, 2023, 9:59 PM IST

বেগুসরাই, 19 জুলাই: ভালোবাসায় পাগল হয়ে মানুষ কত কিছুই না করে বসে ৷ বিহারের বেগুসরাইয়ে প্রেমের সম্পর্ক পেল করুণ পরিণতি! প্রেমের টানে মা তিন সন্তানকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন ৷ কিন্তু শ্বশুড়বাড়ির সদস্যদের চাপে মহিলাকে বাড়ি ফিরে আসতে হয় ৷ ভয়ে প্রেমিকা প্রথমে ফিরে আসতে চাননি। কিন্তু বাধ্য হয়েই তাঁকে ফিরতে হয় ৷ প্রেমের টানে পিছু পিছু প্রেমিকও মহিলার শ্বশুড়বাড়িতে আসেন ৷ এখানেই বিপত্তি ! বেধড়ক মারধর করে চোখে অ্যাসিড ঢেলে প্রেমিকের করুণ অবস্থা করে মহিলার শ্বশুড়বাড়ির লোকজনরা ৷

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বেগুসরাই সদর হাসপাতালে মঙ্গলবার রাতে ভরতি করা ওই যুবককে ৷ জানা গিয়ছে, ওই যুবক গড়পুরা থানা এলাকার বাসিন্দা ৷ এঘটনায় নির্যাতিত যুবকের মা অভিযোগ করেন, ওই গ্রামেরই এক তিন সন্তানের মায়ের সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই মহিলাকে নিয়ে পালিয়ে যায় তাঁর ছেলে ৷ পুলিশ প্রথমে ওই মহিলার এবং পরে যুবকের জবানবন্দি রেকর্ড করে। ওই প্রেমিকার শ্বশুড়বাড়ির লোকজন একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে এবং তার চোখে অ্যাসিড ঢেলে দেয়।

এ নিয়ে ওই যুবকের বোন বলেন, "আমার দাদাকে প্রেমের ফাঁদে ফেলে ওই মহিলা ৷ ওই মহিলাই দাদাকে বাড়ি থেকে পালাতে উসকানি দেয় ৷ আমার দাদার এমন অবস্থার জন্য দায়ী ওই মহিলা ৷ ওর অবস্থা গুরুতর ৷ বেগুসরাই হাসপাতালে চিকিৎসা চলছে ওর ৷ দাদাকে এমনভাবে মারধর করেছে যে ওর দিকে তাকানো যাচ্ছে না ৷ পুলিশই ওকে হাসপাতালে ভরতি করেছে ৷ তারপর আমরা খবর পাই ৷" সদর হাসপাতালের চিকিৎসক দিবাকর কুমার জানান, যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পালস এবং বিপি স্বাভাবিক নয়। অবস্থা খুবই খারাপ। চোখের চারপাশে তাকানো যাচ্ছে না ৷ অ্যাসিডের কারণে এমন অবস্থা ৷ এই ঘটনায় পুরো বিষয়টি তদন্তে শুরু রয়েছে পুলিশ।

আরও পড়ুন:বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের! স্ত্রী'র মুখে অ্যাসিড ছোঁড়ায় গ্রেফতার স্বামী

ABOUT THE AUTHOR

...view details