পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 5, 2023, 3:13 PM IST

ETV Bharat / bharat

Fake Certificate: জাল জন্ম শংসাপত্র দেখিয়ে ছেলেকে ভর্তি দেরাদুনের মিলিটারি কলেজে, গ্রেফতার নদিয়ার মহিলা

জাল জন্ম শংসাপত্রের (Fake Certificate) ভিত্তিতে ছেলেকে রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (RIMC) ভর্তি করানোর অভিযোগ উঠল নদিয়ার এক মহিলার বিরুদ্ধে ৷ তাঁকে দেরাদুন থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Fake Certificate ETV Bharat
জাল জন্ম শংসাপত্র

দেরাদুন, 5 জানুয়ারি: জাল জন্ম শংসাপত্র (Fake Certificate) দেখিয়ে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (আরআইএমসি) ছেলেকে ভর্তি করানোর অভিযোগে গ্রেফতার করা হল নদিয়ার এক মহিলাকে (Dehradun RIMC)৷ আরআইএমসিতে ভর্তির জন্য ছেলের ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ক্যান্ট থানার পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠান বিচারক ।

জন্ম শংসাপত্রে কারচুপি: এই ঘটনায় আরআইএমসির লেফটেন্যান্ট কর্নেল অ্যাডমিনিস্ট্রেশন সন্দীপ শংকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । অভিযোগে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ক্যাডেট অক্ষত মিশ্র মেধার ভিত্তিতে 2023 সালের 24 জানুয়ারি আরআইএমসি-তে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল । ক্যাডেটের সার্টিফিকেট যাচাই করা হলে দেখা যায় যে, তার বাবা-মায়ের জমা দেওয়া জন্মনিবন্ধন শংসাপত্রে কারচুপি করা হয়েছে ।

আরআইএমসি-তে দুবার আবেদন নদিয়ার অক্ষতের: ক্যাডেট অক্ষত মিশ্র আরআইএমসিতে ভর্তির জন্য এর আগে দুবার আবেদন করেছিল ৷ প্রথমবার 2021 সালের জুলাই মাসে আবেদন করেছিল সে, তখন তার জন্ম শংসাপত্রে বলা ছিল যে, তার জন্ম 2008 সালের 25 নভেম্বর ৷ যখন সেই শংসাপত্র পরীক্ষা করা হয় তখন দেখা যায়, শংসাপত্রটি ছিল লখনউয়ের নগর পঞ্চায়েতের তৈরি করা ৷

আরও পড়ুন:ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক মোবাইল নম্বর বদলে 10 লক্ষ টাকার প্রতারণা

দ্বিতীয় আবেদনে জন্মের তারিখ ভিন্ন: কিন্তু 2022 সালের এপ্রিলে যখন সে দ্বিতীয়বার আবেদন করে, তখন তার জন্ম শংসাপত্রে লেখা ছিল যে তার জন্ম 2010 সালের 23 জানুয়ারি ৷ সেই শংসাপত্রটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেওয়া । দুটি ভর্তির ফর্মেই ক্যাডেট অক্ষত মিশ্রের মা মালবিকা মিশ্রের স্বাক্ষর ছিল ।

জেল হেফাজতে অভিযুক্ত: ক্যান্ট থানার ইনচার্জ বিনয় কুমার বলেছেন যে, নদিয়ার বাসিন্দা মালবিকা মিশ্র তাঁর ছেলের জন্ম শংসাপত্রে জাল নথি তৈরি করেছিলেন এবং জালিয়াতি করে দেরাদুনের আরআইএমসি স্কুলে ছেলেকে ভর্তি করিয়েছিলেন । এই অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয় । তাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details