দেরাদুন, 5 জানুয়ারি: জাল জন্ম শংসাপত্র (Fake Certificate) দেখিয়ে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে (আরআইএমসি) ছেলেকে ভর্তি করানোর অভিযোগে গ্রেফতার করা হল নদিয়ার এক মহিলাকে (Dehradun RIMC)৷ আরআইএমসিতে ভর্তির জন্য ছেলের ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ক্যান্ট থানার পুলিশ । ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠান বিচারক ।
জন্ম শংসাপত্রে কারচুপি: এই ঘটনায় আরআইএমসির লেফটেন্যান্ট কর্নেল অ্যাডমিনিস্ট্রেশন সন্দীপ শংকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । অভিযোগে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা ক্যাডেট অক্ষত মিশ্র মেধার ভিত্তিতে 2023 সালের 24 জানুয়ারি আরআইএমসি-তে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল । ক্যাডেটের সার্টিফিকেট যাচাই করা হলে দেখা যায় যে, তার বাবা-মায়ের জমা দেওয়া জন্মনিবন্ধন শংসাপত্রে কারচুপি করা হয়েছে ।
আরআইএমসি-তে দুবার আবেদন নদিয়ার অক্ষতের: ক্যাডেট অক্ষত মিশ্র আরআইএমসিতে ভর্তির জন্য এর আগে দুবার আবেদন করেছিল ৷ প্রথমবার 2021 সালের জুলাই মাসে আবেদন করেছিল সে, তখন তার জন্ম শংসাপত্রে বলা ছিল যে, তার জন্ম 2008 সালের 25 নভেম্বর ৷ যখন সেই শংসাপত্র পরীক্ষা করা হয় তখন দেখা যায়, শংসাপত্রটি ছিল লখনউয়ের নগর পঞ্চায়েতের তৈরি করা ৷