পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanpur Fire Incident: যোগীরাজ্যে উচ্ছেদ অভিযানে আগুনে পুড়ে মৃত্যু মা-মেয়ের, কাঠগড়ায় প্রশাসন

প্রশাসনের জমি দখল বিরোধী উচ্ছেদ অভিযান চলাকালীন ঘরে আগুন লেগে মৃত্যু হল মা ও মেয়ের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় (anti encroachment drive in Kanpur) ৷

ETV Bharat
প্রতীকী চিত্র

By

Published : Feb 14, 2023, 8:27 PM IST

কানপুর, 14 ফেব্রুয়ারি:সরকারি জমি জবরদখল করে রাখার অভিযোগ ৷ তাই জমি ফাঁকা করতে উচ্ছেন অভিযান চালাচ্ছিল প্রশাসন ৷ আর তাতেই ঘটল বিপত্তি ৷ অভিযোগ, প্রশাসনের এই উচ্ছেদ অভিযান চলাকালীন আগুন ধরিয়ে দেওয়া হয় একটি কুড়ে ঘরে ৷ আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের ৷ সোমবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার মাদাউলি গ্রামে ৷ মৃতদের নাম প্রমীলা দীক্ষিত (45), নেহা দীক্ষিত (20)৷ এই ঘটনায় কাঠগড়ায় প্রশাসন (mother and daughter burnt alive in Kanpur) ৷

ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানেশ্বর প্রসাদ, রুরা পুলিশ স্টেশনের ইন-চার্জ দীনেশকুমার গৌতম, জেসিবি চালক-সহ পুলিশ-প্রশাসনের একাধিক ব্যক্তির বিরুদ্ধে ৷ এই ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কোনও দোষীকে ছাড়া হবে না ৷ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ মৃতের পরিবারকে জেলা প্রশাসনের তরফে সাহায্য করা হবে ৷ উচ্ছেদ অভিযান চলাকালীন যে ভিডিয়োগ্রাফি করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে (anti encroachment drive in Kanpur Dehat district) ৷

আরও পড়ুন: পকেট মানি খরচ করে তুরস্কের জন্য ত্রাণের ব্যবস্থা বছর 8-এর জাইদানের

মৃতার ছেলে শিবম দীক্ষিতের অভিযোগ, প্রশাসন উচ্ছেদ অভিযান চালোনোর সময় তাঁদের ঘরে আগুল ধরিয়ে দেয় ৷ আর তাতেই তাঁর মা ও বোন পুড়ে মারা যান ৷ বাবা কোনওভাবে সেখান থেকে বেরিয়ে যেতে পারলেও তাঁরা পারেননি ৷ প্রমীলা দেবীর স্বামী কৃষ্ণগোপাল দীক্ষিত জানিয়েছেন, জানুয়ারির প্রথম দিকে জেলা প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয় উচ্ছেদ অভিযান চালানো হবে, কারণ মন্দিরের কাছে তাঁদের ওই ঘর গড়ে উঠেছে ৷ 14 জানুয়ারি পরিবারটির তরফে জেলাশাসকের কাছে এর বিরুদ্ধে আবেদন করা হয় ৷ সেখান থেকে আশ্বাস দেওয়া হলেও, প্রশাসন কথা রাখেনি ৷ আর এরফলেই এই ঘটনা ঘটল ৷

ABOUT THE AUTHOR

...view details