পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gas Cylinders Explode: অন্ধ্রপ্রদেশে অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে 100’র বেশি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে একশোর বেশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (Gas Cylinders Explode in Andhra Pradesh) ৷ লরিতে আগুন ধরে যাওয়ায় এই ঘটনা ঘটেছে ৷ লরির কেবিন থেকে আগুন ছড়ায় বলে দমকল সূত্রে খবর ৷

More Than Hundred Gas Cylinders Explode in Andhra Pradesh After truck Caught Fire
More Than Hundred Gas Cylinders Explode in Andhra Pradesh After truck Caught Fire

By

Published : Sep 2, 2022, 1:46 PM IST

গিদ্দালুর (অন্ধ্রপ্রদেশ), 2 সেপ্টেম্বর: প্রায় একশোর বেশি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটল অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার দাদ্দাওয়াড়া গ্রামে অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে (Gas Cylinders Explode in Andhra Pradesh) ৷ শুক্রবার বিকালের ব্যস্ত সময়ে জাতীয় সড়কের উপরে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিতে আগু ধরে যায় ৷ এর পর সেই আগুন সিলিন্ডারে ছড়িয়ে পড়তেই একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷

ওই লরিতে তিনশোর বেশি গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ লরিটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ তবে, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ পুলিশের তরফে জানা গিয়েছে, প্রথমে লরির কেবিনে আগুন ধরে ৷ সেখান থেকেই আগুন পুরো লরি ও তার থেকে সিলিন্ডারে ছড়িয়ে পরে ৷ লরিটি কুরনুল থেকে নেল্লোর জেলার উলাভাপাড়ুতে যাচ্ছিল ৷ চালক মোহনরাজু আগুন ধরে যেতে দেখে, রাস্তার একপাশে লরিটি দাঁড় করিয়ে নেমে যান ৷ আর তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ শুরু হয় ৷

আরও পড়ুন:কালিয়াচকে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত চার বছরের শিশু

লরির চালকই স্থানীয়দের সাহায্যে পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে পুরো এলাকা ঘিরে ফেলে ৷ আশেপাশের লোকজনদের উদ্ধার করে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকার প্রায় 30টি বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ দমকলের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যাতেও পড়তে হয় ৷ প্রায় দু’শো মিটির দূরত্ব থেকে জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে ৷ অধিকাংশ গ্যাস সিলিন্ডার বাঁচানো গেলেও, সেগুলি পরীক্ষা করার জন্য., সুরক্ষিতভাবে প্লান্টে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ এই ঘটনায় অনন্তপুর-গুন্টুর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details