সিমলা, 28 অগস্ট: হিমাচল প্রদেশে বর্ষাকালে গত পাঁচ বছরে 1,550 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন (More than 1550 people died in five years during monsoon in Himachal Pradesh) ৷ তাদের মধ্যে 2021 সালের বর্ষায় সর্বোচ্চ 476 জন মারা গিয়েছেন ৷ 2018 সালে প্রাণ হারান 343 জন ৷ চলতি বছরে এখন পর্যন্ত 276 জনের মৃত্যু হয়েছে ৷ 2020 সালে 240 এবং 2019 সালে 218 জনের মৃত্যু হয়েছে । গত পাঁচটি বর্ষায় মোট 1553 জন মারা গিয়েছেন বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর সুদেশ মোখতা তথ্য দিয়ে জানিয়েছেন (Death in Monsoon) ।
জানা গিয়েছে, 2022 সালের 29 জুন থেকে 27 অগস্ট পর্যন্ত 276 জন মারা যাওয়ার পাশাপাশি 508 জন আহত হয়েছেন ৷ এই সময়ের মধ্যে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় 9 জন নিখোঁজ হয়েছেন । 276টি মধ্যে সর্বোচ্চ 134টি মৃত্যু ঘটেছে পথ দুর্ঘটনায় ৷
এছাড়া গত পাঁচ বছরে বর্ষায় 6 হাজার 537.39 কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে । 2022 সালে সর্বোচ্চ 1 হাজার 732.58 কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছিল ৷ তারপরে 2018 সালে 1 হাজার 578.08 কোটি টাকা ৷ 2021 সালে 1 হাজার 151.72 কোটি টাকা, 2019 সালে 1 হাজার 202.69 কোটি টাকা এবং 2020 সালে আটশো 72.32 কোটি টাকা ক্ষতি হয়েছিল ৷