আগরতলা, 13 ডিসেম্বর: একদিন আগেই ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের (Tripura TMC) রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন পীযূষকান্তি বিশ্বাস ৷ তিনি ত্রিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ পীযূষকান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) এই পদে বসার একদিন বাদেই এবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিল ত্রিপুরের 100টিরও বেশি পরিবার (More than 100 families joined TMC leaving Congress in Tripura) ৷
এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছেন পীযূষকান্তি বিশ্বাস ৷ তাঁর অভিযোগে, রাজ্যে কখনও তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি ৷ তাঁর কথায়, "যখন আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হই তারপর থেকে কখনই আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি ৷ মানুষের জন্য কাজ করতে পারিনি ৷ প্রদ্যুৎকিশোর মানিক দেববর্মার সঙ্গেও একই ব্যবহার করা হয় ৷ আমরা বারবার বলা সত্ত্বেও সংগঠনে কোনও বদল আনা হয়নি ৷ "