বেঙ্গালুরু, 24 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা ৷ সে জন্যই চন্দ্রযান 3-এর অবতরণের জন্য চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল ৷ চন্দ্রযান-3 অভিযানের সাফল্যের পরদিনই এমন আশার কথা শোনালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমানাথ ৷
ইসরোর প্রধান বৃহস্পতিবার বলেন, "আমরা দক্ষিণ মেরুর কাছাকাছি গিয়েছি যা প্রায় 70 ডিগ্রি । সূর্য দ্বারা কম আলোকিত হওয়ায় চাঁদের দক্ষিণ মেরুর একটি নির্দিষ্ট সুবিধা রয়েছে ৷ সেখানে আরও বৈজ্ঞানিক বিষয়বস্তু থাকার সম্ভাবনা রয়েছে ৷ যে বিজ্ঞানীরা চাঁদ নিয়ে কাজ করছেন, তাঁরা চাঁদের দক্ষিণ মেরুর প্রতি খুবই আগ্রহ দেখান ৷ কারণ শেষ পর্যন্ত মানুষ চাঁদে যেতে চায় এবং উপনিবেশ তৈরি করতে চায় আর তারপরে ভ্রমণ করতে চায় । তাই সেরা যে জায়গাটি আমরা খুঁজছিলাম তা দক্ষিণ মেরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷"