পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISRO Chief on Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের

ISRO Chief S Somanath on Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণেই চন্দ্রযান 3-এর অবতরণের জন্য দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হয়েছে ৷ এ কথা জানালেন ইসরোর প্রধান এস সোমানাথ ৷

ISRO chief S Somanath
ইসরোর প্রধান এস সোমানাথ

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 2:28 PM IST

বেঙ্গালুরু, 24 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা ৷ সে জন্যই চন্দ্রযান 3-এর অবতরণের জন্য চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল ৷ চন্দ্রযান-3 অভিযানের সাফল্যের পরদিনই এমন আশার কথা শোনালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমানাথ ৷

ইসরোর প্রধান বৃহস্পতিবার বলেন, "আমরা দক্ষিণ মেরুর কাছাকাছি গিয়েছি যা প্রায় 70 ডিগ্রি । সূর্য দ্বারা কম আলোকিত হওয়ায় চাঁদের দক্ষিণ মেরুর একটি নির্দিষ্ট সুবিধা রয়েছে ৷ সেখানে আরও বৈজ্ঞানিক বিষয়বস্তু থাকার সম্ভাবনা রয়েছে ৷ যে বিজ্ঞানীরা চাঁদ নিয়ে কাজ করছেন, তাঁরা চাঁদের দক্ষিণ মেরুর প্রতি খুবই আগ্রহ দেখান ৷ কারণ শেষ পর্যন্ত মানুষ চাঁদে যেতে চায় এবং উপনিবেশ তৈরি করতে চায় আর তারপরে ভ্রমণ করতে চায় । তাই সেরা যে জায়গাটি আমরা খুঁজছিলাম তা দক্ষিণ মেরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷"

চন্দ্রযান-3 অভিযান বিশ্বব্যাপী এক বিরল কৃতিত্ব অর্জন করেছে ৷ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে আলতো অবতরণ অর্থাৎ সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দক্ষিণ আফ্রিকা থেকে সফট ল্যান্ডিং প্রত্যক্ষ করেছেন ৷ ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিয়া গিয়েছেন তিনি ৷ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা চন্দ্রযান-3-এর সাফল্যের পর সারা দেশ আনন্দে ফেটে পড়ে ।

আরও পড়ুন:চন্দ্রযানের প্রজেক্টে ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন প্রাক্তনী

ইতিহাস সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পরই চন্দ্র অভিযানের তালিকায় যোগ দিয়েছে ভারত ৷ তবে ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details