নয়াদিল্লি, 12 জুলাই : 19 জুলাই থেকে 13 অগাস্ট সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন চলবে বেলা 11টা থেকে সন্ধে 6টা অবধি ৷ তার আগে নিম্নকক্ষের 311 সাংসদের সম্পূর্ণ টিকাকরণ (ভ্যাকসিনের দুটি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে ) হয়েছে ৷ সোমবার জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ তিনি আরও জানান, সংসদ সদস্যদের আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা হয়েছে সংসদ চত্বরে ৷
এদিন সাংবাদিক সম্মেলনে ওম বিড়লা বলেন, "23 সদস্যের বিশেষ কারণে টিকার একটি ডোজ়ও নেওয়া হয়নি ৷ তবে, সংসদ চত্বরে 24 ঘণ্টা আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷" লোকসভার স্পিকার আরও জানান, আসন্ন অধিবেশন করোনার যাবতীয় বিধি মেনে হবে ৷ বলেন, "নিয়ম মতো নির্দিষ্ট দূরত্বে সাংসদরা বসবেন ৷"