পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের - আবহাওয়া দফতর

ফলে বলা যেতেই পারে যে প্রায় স্বাভাবিক সময়ে বর্ষা শুরু হতে চলেছে ৷

আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের
আগামিকালই বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস আবহাওয়া দফতরের

By

Published : May 30, 2021, 1:16 PM IST

নয়াদিল্লি, 30 মে : আগামিকাল ভারতে শুরু হতে পারে বর্ষা ৷ মৌসম ভবনের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আজ, রবিবার দেওয়া ওই পূর্বাভাসে জানানো হয়েছে যে দেশের দক্ষিণ উপকূলে বর্ষা শুরুর সম্ভাবনা রয়েছে আগামিকাল, সোমবার ৷

ফলে বলা যেতেই পারে যে প্রায় স্বাভাবিক সময়ে বর্ষা শুরু হতে চলেছে ৷ তা দেশের কৃষিক্ষেত্রের জন্য যথেষ্ট আশার খবর ৷ কারণ, দেশের প্রায় অর্ধেক চাষবাসই জুন থেকে সেপ্টেম্বর বর্ষার সময় হয় ৷ সেখানে বর্ষার জলই ভরসা ৷ সেচের কোনও ব্যবস্থা নেই ৷

আরও পড়ুন :করোনা সংক্রমিত রোগীদের জন্য অক্সিজেন বাস পরিষেবা চালু উত্তর 24 পরগনায়

তবে স্বাভাবিক সময় আসছে মানেই বৃষ্টি ভালো হবে, এমন নিশ্চিয়তা এখনই দিচ্ছে না মৌসম ভবন ৷ কিন্তু হাওয়া অফিসের দাবি, এবার বর্ষাকালের বৃষ্টি ভালো হবে বলে আশা করা হচ্ছে ৷ এটা দেশের অর্থনীতির জন্য ভালো খবর ৷

ABOUT THE AUTHOR

...view details