পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সামিটে পশ্চাৎপট দক্ষিণেশ্বর মন্দির, ধন্যবাদ রাজ্য বিজেপির - ভারত-উজবেকিস্তান সামিটে মোদির পশ্চাদপট দক্ষিণেশ্বর মন্দির

কোভিড পরিস্থিতি, কোভিড পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান । তবে, তার চেয়েও আলোচনার বিষয় হয়ে ওঠে 11 ডিসেম্বরের আন্তর্জাতিক সামিটে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ড চিত্রটি ।

india-and-uzbekistan-first-virtual-summit
india-and-uzbekistan-first-virtual-summit

By

Published : Dec 11, 2020, 11:11 PM IST

Updated : Dec 11, 2020, 11:35 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: ভারত-উজ়বেকিস্তান প্রথম ভার্চুয়াল সামিটে প্রধানমন্ত্রীর পশ্চাৎপটে দেখা গেল দক্ষিণেশ্বরের মন্দির। কলকাতা তথা রাজ্যের ঐতিহ্যবাহী মন্দিরটিকে আন্তর্জাতিক সামিটের ব্যাকগ্রাউন্ড করায় মোদিকে ধন্যবাদ জানাল রাজ্য বিজেপি।

কোভিড পরিস্থিতি একাধিক বিষয়ে আলোচনার জন্য প্রথম দ্বিপাক্ষিক ভারত-উজ়বেকিস্তান সামিট হয় শুক্রবার । যাতে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উজ়বেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভ। কোভিড পরিস্থিতি, কোভিড পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান । তবে, তারচেয়েও আলোচনার বিষয় হয়ে ওঠে 11 ডিসেম্বরের আন্তর্জাতিক সামিটে ভারতের প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ড চিত্রটি । যা ছিল দক্ষিণেশ্বরের মন্দির । তারই একপাশে লেখা ছিল ভারত-উজ়বেকিস্তান সামিট, 11 ডিসেম্বর, 2020 । মোদির অভিনব পশ্চাদপটে উজ্জীবিত রাজ্য বিজেপি। টুইট করে মোদিকে ধন্যবাদ জানায় তারা।

টুইটে লেখা হয়, "ধন্যবাদ নরেন্দ্র মোদিজি, ভারত-উজ়বেকিস্তান সামিটে পশ্চিমবঙ্গে ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর মন্দিরকে পশ্চাদপট করে সম্মান জানিয়েছেন আপনি। যা বাংলা তথা গোটা পৃথিবীর বাঙালির কাছে সম্মানের।"

Last Updated : Dec 11, 2020, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details