পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত - নরেন্দ্র মোদি

যদিও মোদি-ম্যাজিক আর শাহ-স্ট্র্যাটেজিতে ভর করে কি দেশেও ফের ক্ষমতায় আসবে বিজেপি ? হিমাচল মুখ ফেরালেও (Congress wins Himachal Pradesh) বিজেপির আদিভূমে জনশক্তির রায় (BJP gains brute majority in Gujarat) কী 2024 লোকসভায় দিল্লির ট্র্যাক আরও সুগম করে দিল ? অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 8, 2022, 10:46 PM IST

হায়দরাবাদ, 8 ডিসেম্বর:গুজরাতে গেরুয়া ঝড় । কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা । বিজেপি'র সামনে ছিল নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই । মোদি-রাজ্যে সেই লক্ষ্যে সফল ভারতীয় জনতা পার্টি । নিজেদের গত ছ'বারের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছে পদ্মশিবির (Modi BJP gains brute majority in Gujarat)।

182 আসনের গুজরাতে 31টি বড় সমাবেশ করেছেন নরেন্দ্র মোদি । যোগ দিয়েছিলেন একাধিক রোড শো'তেও । প্রচার দেখেই মালুম হয়েছিল, নিজভূমে শুধু গড় রক্ষা করতেই সচেষ্ট নন । নিজেকে ছাপিয়ে যেতেও বদ্ধপরিকর ছিলেন তিনি । এদিন বিধানসভা ভোটের ফলাফল সেই চেষ্টারই ফসল । 182টি আসনে মসনদে বসার জন্য প্রয়োজন ছিল 92টি আসন । গতবার 99টি আসন পেয়ে কোনওমতে গড় রক্ষা করেছিল মোদি-শাহের দল । এবার গেরুয়াঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা । 156টি আসন নিয়ে ফের গেরুয়া রঙে রাজ্যকে রাঙিয়েছে দল । ভেঙে গিয়েছে 1985-র বিধানসভা ভোটে কংগ্রেসের 149টি আসনে জেতার রেকর্ড ।

নিজেদের ছাপিয়ে যেতেও বদ্ধপরিকর ছিলেন মোদি-শাহ

এদিন ধন্যবাদ জ্ঞাপণ ভাষণে মোদি বলেন, "দেশে অমৃত কাল শুরু হয়েছে । ঠিক সেসময়েই গুজরাতে ইতিহাস তৈরি হয়েছে । গুজরাত থেকেই ভবিষ্যৎ ভারতের যাত্রা শুরু হল । আগামী 25 বছরে দেশের গতিপথ বদলে যাবে । রাজনীতি শুধুমাত্র এবং শুধুমাত্র উন্নয়নের কথাই বলবে ।" একইসঙ্গে হিমাচল প্রদেশ নিয়ে তিনি বলেন, "আমরা 1 শতাংশের কম ভোটে হেরেছি । যা ইতিহাসে কখনও হয়নি । আগামীর ঈঙ্গিতটা এর থেকেই স্পষ্ট ।"

1995-1997 সালে কেশুভাই পটেলের সরকার পতনের পর ফের ছন্দে ফিরেছে দল । রাজ্যে ক্রমশ শক্ত হয়েছে পদ্মের শিকড় । এদিনের ফল তারই প্রকাশ । বিজেপি'র দাপটে গতবার 77টি আসন পাওয়া কংগ্রেস নেমে এসেছে 17টি আসনে । 41.4 শতাংশ ভোট নেমে এসেছে 27.3 শতাংশে । সবমিলিয়ে কংগ্রেস-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মোদি-রাজ্যে অনেকটাই সফল গেরুয়াশিবির ।

হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত

মোদি টুইটে লেখেন, ‘‘ধন্যবাদ গুজরাত । অভূতপূর্ব নির্বাচনী ফলাফল দেখে আমি অনেক আবেগতাড়িত হয়ে পড়েছি । জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন এবং একই সঙ্গে তাঁরা এর গতিবৃদ্ধির পক্ষে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন । আমি গুজরাতের জনশক্তিকে প্রণাম করি । গুজরাতের সব পরিশ্রমী কার্যকর্তাদের আমি বলতে চাই - আপনারা প্রত্যেকেই একজন চ্যাম্পিয়ন ! এই ঐতিহাসিক জয় আমাদের কার্যকর্তাদের কঠোর পরিশ্রম ছাড়া কখনও সম্ভব হতো না । তাঁরাই আমাদের দলের প্রকৃত শক্তি ৷’’

আরও পড়ুন: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

যদিও একইদিনে দেশের শাসকদলের মুখ পুড়িয়েছে সর্বভারতীয় সভাপতির রাজ্য। গুজরাতে ইতিহাস গড়লেও জেপি নাড্ডার রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারেনি দল । রাজ বদলের রেওয়াজ ধরে রেখে কংগ্রেসকে মসনদে বসিয়েছে পাহাড়ি রাজ্যের বাসিন্দারা (Congress wins Himachal) । হাতের দখলে গিয়েছে 40টি আসন । বিজেপি পেয়েছে 25টি আসন । যদিও ভোট শতাংশের হিসেবে, গেরুয়া শিবির কার্যত কংগ্রেসকে ছুঁয়েই ফেলেছিল । মাত্র 1 শতাংশ ভোটে পিছেয়ে পড়েছে নাড্ডার দল । কংগ্রেস পেয়েছে 43.9 শতাংশ ভোট । অন্যদিকে, বিজেপির দখলে গিয়েছে 43 শতাংশ ।

182 আসনের গুজরাতে 31টি বড় সমাবেশ করেছেন নরেন্দ্র মোদি

মোদি টুইটে লেখেন, ‘‘আমি বিজেপির প্রতি স্নেহ ও সমর্থনের জন্য হিমাচল প্রদেশের জনগণকে ধন্যবাদ জানাই । আমরা রাজ্যের আশা-আকাঙ্খা পূরণে কাজ করে যাব এবং আগামিদিনে জনগণের সমস্যা তুলে ধরব ।’’

আরও পড়ুন: জয়ের পর ধন্যবাদ জানিয়ে গুজরাতের জনশক্তিকে প্রণাম মোদির

যদিও মোদি-ম্যাজিক আর শাহ-স্ট্র্যাটেজিতে ভর করে কি দেশেও ফের ক্ষমতায় আসবে বিজেপি ? হিমাচল মুখ ফেরালেও বিজেপির আদিভূমে জনশক্তির রায় কি 2024 লোকসভায় দিল্লির ট্র্যাক আরও সুগম করে দিল ? অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন ।

ABOUT THE AUTHOR

...view details