পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

94.5 শতাংশ কার্যকরী তাদের কোরোনা টিকা, দাবি মডার্নার

মডার্নার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ধাপের এই পরীক্ষার মাধ্য়মে মডার্নার গবেষকরা জানতে পেরেছেন, তাদের তৈরি ভ্য়াকসিনটি কোরোনা ভাইরাস রুখতে 94.5 শতাংশ সক্ষম ৷ প্রসঙ্গত গত সপ্তাহে আরেক মার্কিন সংস্থা পিফাইজ়ার ও তার সহযোগী জার্মান সংস্থা বায়োএনটেক দাবি করেছিল তাদের তৈরি করা কোরোনার ভ্য়াকসিন মানবদেহে 90 শতাংশ কার্যকরী ৷

By

Published : Nov 16, 2020, 8:35 PM IST

moderna-says-its-covid-19-vaccine-is-over-94-percent-effective
মডার্নার তৈরি কোরোনা ভ্য়াকসিন মানব শরীরে 94.5% কার্যকর !

ওয়াশিংটন, 16 নভেম্বর : কোরোনার ভ্য়াকসিন নিয়ে নয়া দাবি পেশ করল আরেক মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ৷ দাবি করা হয়েছে, তাদের তৈরি কোরোনার ভ্য়াকসিন মানবদেহে 94.5 শতাংশ কার্যকর ৷ ভ্য়াকসিনের সন্ধানে যা দ্বিতীয় বড় সাফল্য় বলে মনে করা হচ্ছে ৷ মার্কিন ওই মেডিসিন সংস্থাটি সোমবার তাদের তৈরি কোরোনা ভ্য়াকসিনের হিউম্য়ান ট্রায়ালের আগাম রিপোর্ট প্রকাশ করেছে ৷ যেখানে 30 হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ভ্য়াকসিনটির পরীক্ষা করা হচ্ছে ৷

মডার্নার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ধাপের এই পরীক্ষার মাধ্য়মে মডার্নার গবেষকরা জানতে পেরেছেন, তাদের তৈরি ভ্য়াকসিনটি কোরোনা ভাইরাস রুখতে 94.5 শতাংশ সক্ষম ৷ প্রসঙ্গত গত সপ্তাহে আরেক মার্কিন সংস্থা পিফাইজ়ার ও তার সহযোগী জার্মান সংস্থা বায়োএনটেক দাবি করেছিল তাদের তৈরি করা কোরোনার ভ্য়াকসিন মানবদেহে 90 শতাংশ কার্যকরী ৷ এই দুই ভ্য়াকসিন প্রস্তুতকারী সংস্থাই নয়া পদ্ধতিতে কোরোনার ভ্য়াকসিন আবিষ্কার করছে ৷ যাকে RNA ম্য়াসেনজ়ার বলা হচ্ছে ৷ যে পদ্ধতিতে খুব দ্রুত ভ্য়াকসিন তৈরি করা সম্ভব এবং তা মানব শরীরে কোষে ভ্য়াকসিনের মাধ্য়মে দ্রুত অ্য়ান্টিবডি তৈরি করতে সক্ষম ৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্য়েই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বাজারে ভ্য়াকসিন পৌঁছে দিতে জরুরি অনুমোদনের জন্য় আবেদন জানানো হবে ৷ প্রথম ধাপে এবছরের শেষের দিকে প্রায় 20 মিলিয়ন ডোজ় তারা বিশ্ব জুড়ে পাঠাতে পারবে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details