নয়াদিল্লি, 3 মে : ভোট পরবর্তী হিংসার বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ভোট পরবর্তী হিংসায় মূলত বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা হচ্ছে, এনিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র একথা জানান ৷
ভোটের ফলাফল ঘোষণার পরই রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে ৷ একাধিক এলাকায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ৷ এমনকি গতকাল থেকে বিভিন্ন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের একাধিক কর্মী-সমর্থকরা ৷ ইতিমধ্যে রাজ্যপালের কাছে এনিয়ে স্মারকলিপি জমা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব । সোমবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল । এমনকি শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে । আর এনিয়ে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকারও । বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা এবং মূলত বিরোধীদের উপর আক্রমণ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক ৷