পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Major Changes in Airfare Rules: টিকিট মূল্যে নিয়ন্ত্রণ তুলল কেন্দ্র, 31 অগস্ট থেকে বিমানের ভাড়ায় ব্যাপক রদবদল

2020 অতিমারি পরিস্থিতিতে সংস্থাগুলোকে উড়ানের টিকিটমূল্য নির্ধারণের ক্ষেত্রে যে সীমারেখা বেঁধে নিয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, তা তুলে নিল কেন্দ্র ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সাশ্রয়ে কথা মাথায় রেখেই সংস্থাগুলোকে এই ছাড়পত্র অনুমোদন করা হল (Ministry of Civil Aviation announces to remove airfare bands on domestic flights from August 31) ৷

Major Changes in Airfare Rules
31 অগস্ট থেকে বিমানের ভাড়ায় ব্যাপক রদবদল

By

Published : Aug 10, 2022, 8:29 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: বিভিন্ন বিমান পরিবহণ সংস্থাগুলো এবার থেকে স্বাধীনভাবে উড়ানের টিকিটমূল্য নির্ধারণ করতে পারবে ৷ 2020 অতিমারি পরিস্থিতিতে সংস্থাগুলোকে উড়ানের টিকিটমূল্য নির্ধারণের ক্ষেত্রে যে সীমারেখা বেঁধে নিয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, তা তুলে নেওয়া হল ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সংস্থাগুলোর সাশ্রয়ে কথা মাথায় রেখেই এই ছাড়পত্রে অনুমোদন দেওয়া হল (Ministry of Civil Aviation announces to remove airfare bands on domestic flights from August 31) ৷

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বুধবার ৷ আগামী 31 অগস্ট থেকে বিমানের ভাড়ায় বড়সড় রদবদল হতে চলেছে বলে জানানো হয়েছে সেখানে ৷ এর ফলে 2020 মে মাসে উড়ানের ভাড়ায় যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা আরোপিত হয়েছিল তা অপসারণ করা তো হলোই, পাশাপাশি যাত্রীসংখ্যা বাড়ানোর জন্য এবার থেকে টিকিটের দামে প্রয়োজনমতো ছাড়ও দিতে পারবে সংস্থাগুলো ৷

আরও পড়ুন: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ঘোষণা সংক্রান্ত টুইট শেয়ার করে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোশাল মিডিয়ায় লিখেছেন, "জ্বালানির দৈনিক চাহিদার সঙ্গে দামের সামঞ্জস্য রাখতেই বিমানের ভাড়া সংক্রান্ত সীমারেখাগুলি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" 2020 সালে মে মাসে দেশজুড়ে আনলক শুরু হওয়ার পর ঘরোয়া উড়ানের টিকিটের মূল্য নিয়ন্ত্রণ করেছিল কেন্দ্র ৷ সেক্ষেত্রে ন্যূনতম ভাড়া যেমন বেঁধে দেওয়া হয়েছিল, তেমনই যাত্রী সুরক্ষার্থে ভাড়ার সর্বোচ্চ মূল্যও স্থির করে দেওয়া হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details