নয়াদিল্লি, 10 অগস্ট: বিভিন্ন বিমান পরিবহণ সংস্থাগুলো এবার থেকে স্বাধীনভাবে উড়ানের টিকিটমূল্য নির্ধারণ করতে পারবে ৷ 2020 অতিমারি পরিস্থিতিতে সংস্থাগুলোকে উড়ানের টিকিটমূল্য নির্ধারণের ক্ষেত্রে যে সীমারেখা বেঁধে নিয়েছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, তা তুলে নেওয়া হল ৷ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সংস্থাগুলোর সাশ্রয়ে কথা মাথায় রেখেই এই ছাড়পত্রে অনুমোদন দেওয়া হল (Ministry of Civil Aviation announces to remove airfare bands on domestic flights from August 31) ৷
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বুধবার ৷ আগামী 31 অগস্ট থেকে বিমানের ভাড়ায় বড়সড় রদবদল হতে চলেছে বলে জানানো হয়েছে সেখানে ৷ এর ফলে 2020 মে মাসে উড়ানের ভাড়ায় যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা আরোপিত হয়েছিল তা অপসারণ করা তো হলোই, পাশাপাশি যাত্রীসংখ্যা বাড়ানোর জন্য এবার থেকে টিকিটের দামে প্রয়োজনমতো ছাড়ও দিতে পারবে সংস্থাগুলো ৷