নয়াদিল্লি, 26 মে: অতিমারি সামাল দেওয়া নিয়ে দেদার সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন বিরোধীরা-সহ অনেকেই ৷ সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতে এ বার সচেষ্ট হল বিজেপি ৷ ড্যামেজ কন্ট্রোলে নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বার্ষিকীতে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির ৷
2014 সালের 30 মে প্রথমবার ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদি সরকার ৷ তার সাত বছর পূর্তিতে কোভিড নিয়ে ভাবমূর্তি উদ্ধারে একাধিক পদক্ষেপ করতে চলেছে বিজেপি ৷ করোনা সংক্রান্ত সাহায্য পৌঁছে দিতে তারা এক লক্ষ গ্রামবাসীর কাছে পৌঁছবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৷ সরবরাহ করা হবে শুকনো রেশন, স্যানিটাইজার, ফেস মাস্ক ও অক্সিমিটার ৷