গজপতি (ওডিশা), 18 মার্চ: 'খুনের মামলা'য় চাঞ্চল্যকর মোড় ! যা 'নিহত' ব্যক্তির আত্মীয়, পরিজন তো বটেই, এমনকী দুঁদে পুলিশ আধিকারিকদেরও তাজ্জব করে দিয়েছে ! কারণ, এক রাজ্যে 'খুন হয়ে যাওয়া ব্যক্তিকে'ই অন্য রাজ্যে জলজ্যান্ত অবস্থায় খুঁজে পেয়েছে আর এক রাজ্যের পুলিশ ! নিজের খুনের 'নাটক' করার জন্য তাঁকে গ্রেফতারও করা হয়েছে (Man Arrested for Faking his own Murder) ৷ কিন্তু, কেন এই কাণ্ড ? পুলিশের জেরার মুখে ধৃত ব্যক্তি জানিয়েছেন, বিয়ে করা বউয়ের হাত থেকে নিস্তার পেতেই 'খুন হয়ে যাওয়া'র অভিনয় করেন তিনি ! ধৃত ব্যক্তি আদতে ওডিশার বাসিন্দা হলেও তাঁকে পাকড়াও করা হয় মহারাষ্ট্র থেকে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওডিশার গজপতি জেলার বাসিন্দা শরৎ পরিচা পেশায় পরিযায়ী শ্রমিক ৷ তিনি খুন হয়ে গিয়েছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে ! ঘটনার তদন্তে নামে ওডিশা পুলিশ ৷ সেই তদন্ত এগোতই চক্ষু চড়কগাছ পুলিশের ! তারা জানতে পারে, কোথায় খুন ! শরৎ তো বহাল তবিয়তে বেঁচে রয়েছেন ! মহারাষ্ট্রের মুম্বই শহরে ওই ব্যক্তির খোঁজ পায় পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷
শরতের পরিবারের সদস্যরা জানতেন, তিনি তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছেন ৷ কিছুদিন আগে সেখান থেকেই বাড়িতে একটি 'ভিডিয়ো কল' করেন শরৎ ৷ জানান, তাঁর উপর হামলা চালানো হয়েছে ৷ এরপর গত 6 মার্চ শরতের মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের মোবাইলে একটি মৃতদেহের ছবি 'মেসেজ' করে পাঠানো হয় ৷ সেই ছবিটি শরতের দেহের বলে জানানো হয় তাঁর পরিবারের সদস্যদের ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হন শরতের স্ত্রী ৷ ওডিশার আডাভা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি ৷ পুলিশের কাছে আবেদন জানান, যাতে শরতের দেহ তামিলনাড়ু থেকে ওডিশায় আনার বন্দোবস্ত করা হয় ৷