মুম্বই, 20 মার্চ : ব্য়বসায়ী হিরেন মনসুখের মৃত্য়ুরহস্যের তদন্তভার হাতে নিল এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা) ৷ মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কাছে যে বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়, সেটির অন্দরসজ্জা করেছিলেন এই হিরেন ৷ সেই কাজের টাকা না পেয়ে বেশ কিছু দিন গাড়িটি নিজের কাছে রেখে দেন তিনি ৷ পরে গাড়িটি চুরি হয়ে যায় ৷
বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের পর হিরেনকে সন্দেহভাজনের তালিকায় যোগ করে পুলিশ ৷ এর কিছু দিনের মধ্যেই গত 5 মার্চ তাঁর দেহ উদ্ধার হয় ৷ পরিবারের দাবি, হিরেনকে খুন করা হয়েছে ৷ তারও তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুলিশ ৷ পরে গোটা ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করে এনআইএ ৷ গ্রেফতার হন মামলার অন্যতম তদন্তকারী, মুম্বই পুলিশের আধিকারিক সচিন ওয়াজে ৷ হিরেনের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর মৃত্য়ুর পিছনে হাত রয়েছে এই সচিন ওয়াজেরই ৷