নয়াদিল্লি, 26 জুলাই : করোনার দ্বিতীয় ঢেউ এর সংক্রমণের জেরে এতদিন বন্ধ ছিল দিল্লির মেট্রো পরিষেবা ৷ দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ছাড়পত্র দেওয়ার পর আজ থেকে 100 শতাংশ যাত্রী নিয়ে মেট্রোর পরিষেবা শুরু হয়েছে ৷ কিন্তু, দিনের শুরুতেই দিল্লি মেট্রো পরিষেবা ব্যহত হয় ৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সূত্রে খবর, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয় ৷ জানা গিয়েছে সকাল 6টা 42 মিনিটে দিল্লি মেট্রোয় কিছু সমস্যা ধরা পড়ে ৷ যার জেরে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ এমনকি ধীর গতিতে ট্রেন চালাতে হয় ৷
আর তার জেরে প্রায় প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ স্টেশনের বাইরে বহুযাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ৷ বদরপুর বর্ডার মেট্রো স্টেশনের বাইরে যাত্রীরা আটকে পড়েন ৷ স্টেশনে প্রবেশের সিঁড়িতে ভিড় জমে যায় একটা সময় ৷ পরে নিরাপত্তারক্ষীরা যাত্রীদের লাইনে দাঁড় করায় স্টেশনে ঢোকার জন্য ৷ আনন্দ বিহার মেট্রো স্টেশনের প্রবেশ পথে তালা লাগিয়ে দেওয়া হয় একটা সময় ৷ ফলে স্টেশনের বাইরে প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের ৷ নির্মাণ বিহার মেট্রো স্টেশনের বাইরেও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷
বদরপুর বর্ডার মেট্রো স্টেশন এক নিত্যযাত্রী জানান, ‘‘আমরা প্রায় 1 ঘণ্টা হল দাঁড়িয়ে আছি ৷ আমাদের জানানো হয়েছে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন দেরিতে চলছে ৷’’ আরেক যাত্রী বলেন, ‘‘আমি এখানে 1 ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছি ৷ যখন জিজ্ঞাসা করতে গেলাম, এক রক্ষী জানালেন মেট্রোর লাইনে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে ৷’’ তবে, বর্তমানে দিল্লি মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ এক ঘণ্টারও বেশি সময় পর পরিষেবা স্বাভাবিক হয় ৷
বদরপুর বর্ডার মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের লাইন আরও পড়ুন : দিল্লিতে খুলছে বাজার, চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা
অন্যদিকে, আজ থেকে 100 শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা শুরু হওয়ায়, কোভিডবিধি মানার ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে ৷ যাত্রীদের স্টেশনে প্রবেশ এবং বাইরে বেরনোর জন্য অতিরিক্ত গেট খুলে দেওয়া হয়েছে ৷ যাতে প্রবেশ এবং বাহির পথে ভিড় না হয় ৷ মোট 260 টি গেট খুলে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো স্টেশনগুলিতে প্রবেশের জন্য ৷ উত্তম নগর পূর্ব, জনকপুরী পশ্চিম, দ্বারকা মোড়, কারোল বাগ, বৈশালী, নয়ডা সেক্টর 18, নয়ডা সিটি সেন্টার, আজাদপুর, জিটিবি নগর, গোবিন্দ পুরী, গ্রিন পার্ক এবং মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশনে এই অতিরিক্ত গেটগুলি খোলা হয়েছে ৷