তাজনগরী (উত্তরপ্রদেশ), 28 জুলাই: একজন বিবাহিত মহিলা পালিয়ে গিয়েছিলেন প্রতিবেশি তরুণীর সঙ্গে ৷ পরে তাদের দিল্লিতে খুঁজে পায় পুলিশ ৷ দু'জনকে বাড়ি ফিরিয়ে আনা হয় ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ইতমাদুদৌল্লা থানার তাজনগরী এলাকার ৷ জানা গিয়েছে, তিনদিন আগে ওই মহিলা নিখোঁজ হলেও, প্রতিবেশি তরুণীর সঙ্গে তাঁর রহস্যময় প্রেমের ঘটনাটি পুলিশের সামনে আসে ফোন কলের বিবরণ হাতে পাওয়ার পর ৷ পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে দু'জনের দীর্ঘ কথোপকথন থেকেই সম্পর্কের সূত্রপাত ৷ প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত চলত বার্তালাপ ৷ মহিলা স্বামীর সঙ্গে বাজারে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৷ স্ত্রীর নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন মহিলার স্বামী ৷
এরপরই পুলিশ নিখোঁজ হওয়ার কারণ খুঁজতে ওই মহিলার ফোন কলের বিবরণ দেখার সিদ্ধান্ত নেয় ৷ ফোন কলের বিবরণ থেকেই মহিলা ও প্রতিবেশি মেয়েটির গোপন প্রেমের কাহিনি প্রকাশ্যে আসে ৷ নিখোঁজ দু'জনকে খুঁজে পেতে শুরু হয় তদন্ত ৷ দু'জনের খোঁজ পাওয়া যায় দিল্লিতে ৷ পুলিশ জানায়, বিবাহিত মহিলা ও প্রতিবেশি তরুণীর মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে ৷ প্রতিদিন তাদের দু'জনের ঘণ্টার পর ঘণ্টা কথা হত ৷ বিষয়টা দু'জনেই নিজেদের পরিবারের কাছে গোপন রেখেছিলেন ৷ তারা নিজেদের বন্ধুত্বকে নিছক নির্দোষ সাহচর্য হিসেবেই দেখেছিল ৷ তবে বাস্তবে দু'জনে একসঙ্গে নতুন জীবন শুরু করার উচ্চাকাঙ্খা পোষণ করেছিলেন ৷