পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aerial Bombardments in Bastar: বস্তারে সিআরপিএফের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ মাওবাদীদের, অস্বীকার আইজির - Aerial Bombardments in Bastar

ছত্তিশগড়ের বস্তারে বিমান হামলার অভিযোগ সিআরপিএফের বিরুদ্ধে (Aerial Bombardments in Bastar) ৷ ঘটনাকে কেন্দ্র করে সিপিআই (মাওবাদী) এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর মধ্যে কথার যুদ্ধ শুরু হয়েছে । আল্ট্রারা ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে বিমান হামলার অভিযোগ । যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এই ধরনের হামলার কথা অস্বীকার করেছে ।

aerial bombardments
বোমা হামলা

By

Published : Jan 12, 2023, 9:49 PM IST

বিজাপুর (ছত্তিশগড়), 12 জানুয়ারি:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নির্দেশে গ্রামে ড্রোন এবং হেলিকপ্টার হামলা করেছে সিআরপিএফ (CRPF) ৷ এমনটাই অভিযোগ করেছে সিপিআই (মাওবাদী) দক্ষিণ বস্তার ডিভিশন কমিটির সম্পাদক গঙ্গা ৷ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তিনি এ কথা জানান ৷ অন্যদিকে, বস্তার বিভাগের সিআরপিএফের আইজি এই বোমা হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন ।

বোমা হামলা নিয়ে মাওবাদী নেতার দাবি:মাওবাদী নেতা (Maoist leader) কথিত বিমান হামলার জন্য সিআরপিএফের কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (CoBRA)'কে দায়ী করেছেন । বুধবার বিমান হামলার অভিযোগের মধ্যেই ছত্তিশগড়ের দক্ষিণ বাস্তার বিভাগের জঙ্গলে আল্ট্রা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি এনকাউন্টার হয় । একজন সিআরপিএফ আধিকারিকের মতে, নকশাল বিরোধী অভিযানের কারণে বিদ্রোহীরা ব্যাকফুটে ছিল । সে কারণেই তারা এই ধরনের গল্প বানাচ্ছে ৷

মাওবাদী নেতা আরও অভিযোগ করেছেন, ছত্তিশগড় এবং তেলাঙ্গানার যৌথ বাহিনী গত এক মাস ধরে এলাকায় বোমা হামলার জন্য হেলিকপ্টার এবং ড্রোন (helicopters and drones) ব্যবহার করছে । গত বছর 15 এপ্রিলও দক্ষিণ বস্তার বিভাগের পামের এলাকায় বোমাবর্ষণ করা হয়েছিল ৷ কোবরা সৈন্যরা গত এক মাস ধরে এই অঞ্চলে নিরন্তর অভিযান চালাচ্ছিল । অভিযানে নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছাড়াও ছত্তিশগড়ের পামের অঞ্চলে সর্বক্ষণ নজরদারি ছিল । বেশ কয়েক ধরণের হেলিকপ্টার ছিল তাদের কার্যকলাপের প্রমাণ ।

বোমা হামলার ঘটনাকে অস্বীকার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর:বোমা হামলার অভিযোগ অস্বীকার করে সিআরপিএফ আইজি (CRPF IG) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ৷ তিনি জানান, ছত্তিশগড়ের বস্তার বিভাগে নিরাপত্তা বাহিনী বোমা হামলা করছে বলে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ এই প্রতিবেদনগুলি সত্যি নয় ৷ সব গুজব । তেলাঙ্গানার সীমান্তবর্তী ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা (Bijapur-Sukma region) অঞ্চলে এ ধরনের কোনও হামলা হয়নি বলে তিনি দাবি করেন ।

আরও পড়ুন:মিজোরামের গ্রামে মায়ানমারের বিমানহানা ! আতঙ্কিত বাসিন্দারা

ABOUT THE AUTHOR

...view details