পশ্চিমবঙ্গ

west bengal

UP Road Accident উত্তরপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক 7

By

Published : Aug 29, 2022, 8:48 AM IST

উত্তরপ্রদেশের সোনভদ্রে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 7 জন (Collision Between Bus and Truck in Sonbhadra) ৷ এছাড়াও, আরও 17 জন যাত্রী আহত হয়েছেন ৷ রবিবার রাতে বারাণসী অম্বিকাপুর রোডে এই দুর্ঘটনাটি ঘটে (UP Road Accident) ৷

Head on Collision Between Bus and Truck in Sonbhadra UP
Head on Collision Between Bus and Truck in Sonbhadra UP

সোনভদ্র (উত্তরপ্রদেশ), 29 অগস্ট: উত্তরপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় 24 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ রবিবার রাতে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার পিপরাখণ্ড এলাকায় বারাণসী-অম্বিকাপুর রোডে ঘটনাটি ঘটেছে (UP Road Accident) ৷ আহতরা সকলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে আসা বেসরকারি ওই বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় (Collision Between Bus and Truck in Sonbhadra) ৷ লরিটি উত্তরপ্রদেশের ফারুখাবাদ থেকে ওড়িশা যাচ্ছিল ৷ গন্তব্য ছিল সোনভদ্র জেলার রেণুকোট ৷ ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷

আরও পড়ুন:খিদিরপুরে মালবোঝাই লরি উলটে গেল ছোট গাড়ির উপর, মৃত এক

স্থানীয় ভবানী পুলিশ স্টেশনের ইনচার্জ মনোজ কুমার সিং জানিয়েছেন, রাতের ফাঁকা রাস্তায় বাস ও লরি দু’টির গতিই অত্যধিক ছিল ৷ সেই কারণেই কোনওভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেই দু’টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details