পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হোম আইসোলেশনে থেকেও মৃত্যুর সংখ্য়া বাড়ছে বেঙ্গালুরুতে

21 মে পর্যন্ত বেঙ্গালুরুতে হোম আইসোলেশনে থেকে মারা গিয়েছেন 778 জন । আর 2 জুনের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 1599 । অনুমান করা হচ্ছে, অনেক রোগীর পরীক্ষা করানোর আগেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে ।

Home Isolation
ছবি

By

Published : Jun 8, 2021, 12:42 PM IST

বেঙ্গালুরু, 8 মে : হাসপাতালে ভর্তি নেই । হোম আইসোলেশনেই থাকতে বলা হয়েছিল । অর্থাৎ, বাইরে থেকে পরিস্থিতি তেমন গুরুতর বলে মনে হয়নি । কিন্তু হোম আইসোলেশনে থাকা এমন অনেক করোনা রোগীর মৃত্যু হচ্ছে বেঙ্গালুরুতে ।

সেখানকার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । 21 মে পর্যন্ত হোম আইসোলেশনে থেকে মারা গিয়েছেন 778 জন । আর 2 জুনের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 1599 । অনুমান করা হচ্ছে, অনেক রোগীর পরীক্ষা করানোর আগেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে ।

আবার অনেকে এর জন্য় স্বাস্থ্য় সংক্রান্ত পর্যাপ্ত উপদেশের অভাবকেই দায়ী করছেন । বেঙ্গালুরুতে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 17 হাজার 340 । তার মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন 3,400 জন । বাকি 1 লাখ 13 হাজার 940 জন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details