নয়াদিল্লি, 26 জানুয়ারি: করোনা প্রতিরোধে ভারত বায়োটেকের তৈরি নাক দিয়ে ব্যবহারযোগ্য টিকার (Nasal Covid Vaccine by Bharat Biotech) উদ্বোধন করা হল ৷ বৃহস্পতিবার এই ন্যাজাল ভ্যাকসিনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) ৷ এদিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষেই এই টিকার উদ্বোধন করা হয় ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে ইনকোভ্য়াক (iNCOVACC) ৷ তবে, ইতিমধ্যেই এই টিকার দাম নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অনেকেই মনে করছেন, গরিব মানুষের পক্ষে এই টিকা কিনে ব্যবহার করা সম্ভব নয় ৷
ইনকোভ্য়াকের দাম কত ?
ইনকোভ্যাকের দাম নিয়ে আগেই বিবৃতি প্রকাশ করেছিল ভারত বায়োটেক কর্তৃপক্ষ ৷ তাতে জানানো হয়েছিল, বেসরকারি হাসপাতালগুলি থেকে এই টিকা কিনতে খরচ করতে হবে 800 (আটশো) টাকা ! যা বহু মানুষের নাগালের বাইরে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে সরাসরি এই টিকা বিক্রি করবে ভারত বায়োটেক ৷ সেক্ষেত্রে সরকারকে টিকা প্রতি খরচ করতে হবে 325 টাকা ৷