নয়াদিল্লি, 30 এপ্রিল: রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 100 তম পর্বে ইউনেস্কোর মহাসচিব অড্রে আজৌলের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইউনেস্কোর মহাসচিব 'মন কি বাত'-এর 100 তম পর্বের বিস্ময়কর সফরের জন্য দেশবাসীকে শুধু শুভেচ্ছাই জানাননি, ভারতে শিক্ষা ও সাংস্কৃতিক সংরক্ষণের বিষয়ে প্রশ্নও করেছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন তাঁর 100তম মন কি বাত বক্তব্যে বলেন, "আমি 'মন কি বাত' সম্পর্কে ইউনেস্কোর ডিজি, অড্রে আজৌলে থেকে আরেকটি বিশেষ বার্তা পেয়েছি । তিনি 100তম পর্বের এই দুর্দান্ত সফরের জন্য সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷"
অড্রে আজৌলে একজন ফরাসি বেসামরিক কর্মচারী এবং রাজনীতিবিদ যিনি 2017 সাল থেকে ইউনেস্কোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ তিনি এই সংস্থার দ্বিতীয় মহিলা নেতা ৷
আজ রেডিয়ো সম্প্রচারে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার সময় ইউনেস্কো প্রধান বলেন, "প্রিয় প্রধানমন্ত্রী, ইউনেস্কোর পক্ষ থেকে, মন কি বাত রেডিয়ো সম্প্রচারের শততম পর্বের অংশ হওয়ার এই সুযোগের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই । ইউনেস্কো এবং ভারতের একটি দীর্ঘ সাধারণ ইতিহাস । শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের সমস্ত ক্ষেত্রে আমাদের একসঙ্গে খুব শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে ।" তিনি ভারতের চলমান জি20 প্রেসিডেন্সির মধ্যে শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিভিন্ন প্রশ্নও করেন ।
তিনি বলেন, "ইউনেস্কো তার সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে কাজ করছে যাতে 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের সঙ্গে বিশ্বের প্রত্যেকে কোয়ালিটি এডুকেশনের অ্যাক্সেস পায় ৷ আপনি কি দয়া করে এই উদ্দেশ্যটি অর্জনের ভারতীয় উপায় ব্যাখ্যা করতে পারেন ? ইউনেস্কোও সংস্কৃতিকে সহযোগিতা এবং ঐতিহ্য রক্ষার জন্য কাজ করে ৷"
রেডিয়ো সম্প্রচারের 100 তম পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি ইউনেস্কো প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি খুশি যে, তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেছেন । তিনি আরও বলেন যে, মন কি বাত অসংখ্য গণআন্দোলন প্রজ্বলিত করার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করেছে ৷