পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal Praises Sisodia সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

মণীশ সিসোদিয়ার (Kejriwal Praises Sisodia) সততা দেশের সামনে প্রমাণিত ৷ তাঁর লকারে সিবিআই তল্লাশিতে কিছুই না মেলায় এ কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল ৷

Manish Sisodia honesty stands vindicated in front of entire nation Arvind Kejriwal says after CBI search
সিসোদিয়ার সততা দেশের সামনে প্রমাণিত, লকারে সিবিআই তল্লাশি নিয়ে তোপ কেজরির

By

Published : Aug 30, 2022, 5:08 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট:মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) সততা ও দেশপ্রেম গোটা দেশের সামনে প্রমাণিত ৷ সিসোদিয়ার ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে সিবিআই কিছুই না পাওয়ায় নিজের ডেপুটির সমর্থনে এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ তাঁদের বিরুদ্ধে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি (Kejriwal Praises Sisodia)৷

গাজিয়াবাদের বসুন্ধরায় পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আজ মণীশ সিসোদিয়ার ব্যাংকের লকারে প্রায় 2 ঘণ্টা ঘরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার সদস্যের একটি দল ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সিসোদিয়া ও তাঁর স্ত্রী ৷ তবে সেই লকার থেকে আপত্তিকর কিছু পায়নি সিবিআই ৷

সাংবাদিকদের সঙ্গে সিসোদিয়ার কথাবার্তার ক্লিপ টুইটে শেয়ার করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি হিন্দিতে লেখেন, "মণীশের বাড়ি থেকেও কিছু পাওয়া যায়নি ৷ লকার থেকেও কিছু মেলেনি ৷ তল্লাশি চালিয়ে কিছুই পায়নি সিবিআই ৷ মণীশের সততা ও দেশপ্রেম গোটা দেশের সামনে প্রমাণ হয়ে গিয়েছে ৷"

সিবিআই তাঁর লকারে তল্লাশি চালানোর পর সিসোদিয়া বলেন, তদন্তকারী সংস্থা তাঁকে ক্লিনচিট দিয়েছে ৷ সিবিআই চাপের মুখে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ উল্লেখ্য, দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) চালু নিয়ে দুর্নীতির (Liquor Scam) অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে 15 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই ৷ তার পর শুরু হয়েছে তদন্ত ৷ অভিযুক্ত 15 জনের তালিকায় নাম রয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷

আরও পড়ুন:দিল্লির উপ মুখ্যমন্ত্রীর ব্যাংকের লকারে সিবিআই হানা

এই মামলার তদন্তে গত 19 অগস্ট 31টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিন তল্লাশি চালানো হয় মণীশ সিসোদিয়ার বাড়িতেও ৷ এ বার তাঁর ব্যাংকের লকারও খতিয়ে দেখল সিবিআই ৷ সিবিআই তদন্ত শুরু হওয়ার পর থেকেই এই নিয়ে মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগছেন মণীশ সিসোদিয়া ৷ তিনি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্যই তাঁকে রাজনৈতিক ভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details